ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ময়নাতদন্ত সম্পন্ন, আত্মহত্যা করেছেন এসি সাব্বির


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৬:৩৮ পিএম আপডেট: এপ্রিল ৩০, ২০১৭, ১২:৩৯ পিএম
ময়নাতদন্ত সম্পন্ন, আত্মহত্যা করেছেন এসি সাব্বির

রাজশাহী প্রতিনিধি: মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) সাব্বির আহমেদ সরফরাজ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।

রোববার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগ মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্ত বোর্ডের তিন সদস্যের একজন, ফরেন্সিক বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল হক বলেন, “এসি সাব্বিরের গলায় নাইলনের দড়ির দাগ রয়েছে। এ ছাড়া শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে।”

এর আগে লাশ উদ্ধারের সময় সুরতহাল প্রতিবেদনেও আত্মহত্যার কথা বলে হয়েছিল।

এদিকে, ময়নাতদন্ত শেষে সাব্বিরের লাশ পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে মহানগর পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়ার পর নামাজে জানাযা হয়। জানাযা শেষে লাশ উপশহরের ২ নম্বর সেক্টরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে টিকাপাড়া গোরস্থানে নিয়ে নানা-নানীর কবরের পাশে দাফন করা হয়।

শনিবার রাজশাহীর শ্রীরামপুর এলাকার নগর পুলিশের অফিসার্স মেসে গলায় ফাঁস দেয়া অবস্থায় সাব্বির আহমেদ সরফরাজের লাশ পাওয়া যায়। রাতে এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করেন সাব্বিরের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওবাইদুল্লা হক।

সাব্বির ৩১তম বিসিএস ক্যাডারের সদস্য ছিলেন। রাজশাহী উপশহরে নিজ বাসায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর গ্রামে।

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা