ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ম্যানচেস্টার ডার্বিতে সিটিজেনদের রেকর্ড গড়ে জয়


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০৯:২৬ এএম
ম্যানচেস্টার ডার্বিতে সিটিজেনদের রেকর্ড গড়ে জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয়ের ধারা অব্যাহত রেখে ম্যানচেস্টার ডার্বিতেও জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি । রোববার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ভিন্ন আমেজে উত্তেজনা ছড়িয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।  

রোমাঞ্চকর এ জয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকলো সিটিজেনরা। নগর প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছেন তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিটির সংগ্রহ ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট।

ম্যাচের ৪৩ মিনিটে স্প্যানিশ মিড ফিল্ডার ডেভিড সিলভার গোলে লিড পায় ম্যানসিটি। যদিও লিড বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়েই মার্কোস রাসফোর্ডের গোলে ম্যাচে সমতায় ফেরে হোসে মোরিনহোর শীষ্যরা। 
ম্যাচের ৫৪ মিনিটে আবারো লিড পায় সিটিজেনরা। 

গোল করেন আর্জেন্টাইন তারকা নিকোলাস ওটামেন্ডি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। এতে ১৪ পয়েন্ট বেশি নিয়ে অবস্থানটা আরো পোক্ত করলো গার্দিওয়ালার শীষ্যরা।

নিজেদের মাঠে এই ম্যাচের আগে পরিসংখ্যানে এগিয়ে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ৪০ ম্যাচে ম্যাচে অপরাজিত ছিলো রেড ডেভিলসরা। তবে সবশেষ ঘরের মাঠে এই সিটির কাছেই ২০১৬ সালের সেপ্টেম্বরে হারের তিক্ত স্বাদ পেয়েছিল তারা। একই ভেন্যুতে আবারো ম্যানইউকে হারের লজ্জা দিলো ম্যানসিটি।

এদিকে প্রিমিয়ার লিগের অপর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল ও এভারটন। দারুণ ছন্দে থাকা মোহামেদ সালাহর নৈপুণ্যে আরেকটি জয়ের পথে ছিল লিভারপুল। কিন্তু এভারটনের বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

১৬ ম্যাচে ৮ জয় ও ৬ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ২ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। 
সাউথহ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করা আর্সেনাল ২৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে টটেনহ্যাম হটস্পার। 

গো নিউজ২৪/এসএম
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ