ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যাচ হারের পর চোট্ট ঘটনায় স্মিথ-ওয়ার্নারদের তুলকালাম কাণ্ড


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৪:৩৬ পিএম আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৭, ১০:৩৬ এএম
ম্যাচ হারের পর চোট্ট ঘটনায় স্মিথ-ওয়ার্নারদের তুলকালাম কাণ্ড

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরেছে সফরকারী অস্ট্রেলিয়া।  প্রথমটিতে ২১ রানে এবং পরেরটিতে ৫০ রানে।  আর এতে যে অশান্তি অজি শিবিরে তা সুস্পষ্টই। 

প্রথম ম্যাচের পর বৃহস্পতিবার কলকাতার ঐতিহ্যবাহী  ইডেন গার্ডেনে মুখোমুখি হওয়া ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচটি নিয়ে নতুন উত্তাপ ছড়াচ্ছে।   ইতোমধ্যে ম্যাচটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।  যাতে অস্ট্রেলিয়া শিবির বেশ ক্ষুব্ধ।  বিতর্কের শুরু একটি নো বলকে কেন্দ্র করে।  ঘটনাটি নিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কও জুড়ে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও তার সতীর্থরা। 

ভারতের ইনিংসের একেবারে শেষ দিকে অস্ট্রেলীয় পেসার কেন রিচার্ডসন হার্দিক পাণ্ডিয়াকে তার প্রায় বুকের সমান একটা ফুলটস দেন। স্বাভাবিক নিয়মে এটা নো-বল হওয়ার কথা। হার্দিক পাণ্ডিয়া সোজা কভারে বলটা স্মিথের হাতে তুলে দেন ও যথারীতি স্মিথ আউটের আবেদন করেন। সঙ্গে সঙ্গে বোলার রিচার্ডসনের উদ্দেশ্যে বলটা ছুঁড়েও দেন তিনি।

রিচার্ডসন বল ধরে যখন স্টাম্প ভেঙে দেন, তখন পাণ্ডিয়া ছিলেন না ক্রিজে। বৃষ্টি শুরু হয়েছে দেখে সোজা ড্রেসিংরুমের দিকে দৌঁড় মারেন হার্দিক। কিন্তু পরের এই ঘটনাটা ঘটার আগেই আম্পায়াররা নিজেদের মধ্যে কথা বলে জানিয়ে দেন ওটা নো-বল।

এই অবস্থায় ব্যাটসম্যান ক্রিজে না থাকার জন্যই রান আউটের আবেদন করে অস্ট্রেলিয়া। আম্পায়ার তাও নাকচ করে দেওয়ায় ব্যাপক চটে যান স্মিথ। আম্পায়ারের দিকে প্রায় তেড়ে গিয়ে তার সঙ্গে তর্কও জুড়ে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।  

খেলার শেষে স্মিথ এই ঘটনা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, 'আমরা তো জানি ব্যাটসম্যান আউট হলে তবেই ড্রেসিং রুমে চলে যায়। হার্দিক ফিরে গিয়েছে দেখেই আমরা ওর আউটের আবেদন জানাই। তখন আর ক করে জানব ওটা ডেড বল হয়ে গিয়েছে?' অস্ট্রেলীয় শিবিরে প্রশ্ন এই নিয়েই। রান-আউটটা কেন দেয়া হল না?

এই ঘটনা স্বচক্ষে দেখার পর বিসিসিআইয়ের ম্যাচ রেফারি প্রণব রায় বলেন, 'আম্পায়াররা কী ভেবে রান আউটের আবেদন নাকচ করে দিয়েছেন, তো তো ঠিক বলতে পারব না। তবে আমার ধারণা, নো-বলের সিদ্ধান্তটা আম্পায়াররা জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওটা ডেড বল হয়ে যায়। তাই আর রান আউটের আবেদন করার সুযোগ ছিল না। তবে আমার ভাবনা আর মাঠে আম্পায়ারদের ভাবনা একই কি না জানি না। '

বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনো ব্যাটসম্যান আউট হয়েছেন ভেবে প্যাভিলিয়েনর দিকে হাঁটা দেন বা দৌঁড়ান এবং সেই সুযোগে যদি বিপক্ষের বোলার, ফিল্ডাররা তার বিপক্ষে রান আউটের আবেদন করেন, তা হলে সেই সিদ্ধান্ত পুরোপুরি আম্পায়ারের উপর নির্ভর করে। ব্যাটসম্যান ভুল করে আউট হয়েছেন ভেবে ড্রেসিংরুমে গেছেন না কি আউট জেনেই ফিরে গিয়েছেন, তা বুঝে নিয়ে আবেদনে সাড়া দেন। ক্রিকেটের আইনের ২৭.৭ নম্বর ধারাতেই এমনটা বলা আছে। তবে এই যুক্তি মোটেও পছন্দ হয়নি অজি শিবিরের।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ