ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ম্যাক্সওয়েল ঝড়ে দুর্দান্ত জয় মেলবোর্ন স্টার্সের


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৬, ০৭:৪২ পিএম
ম্যাক্সওয়েল ঝড়ে দুর্দান্ত জয় মেলবোর্ন স্টার্সের

অস্ট্রেলিয়ান ক্রিকেট লীগ বিগ ব্যাশের ৬ষ্ঠ ম্যাচে টিম পাইনের মেলবোর্ন স্টার্সের কাছে ৭ উইকেটে হেরেছে ডেভিড হাসির হোবার্ট হ্যারিকেনস। টসে হেরে ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুইনি, রাইট ও ম্যাক্সওয়েল ঝড়ে ১৭.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন স্টার্সরা। ম্যাচ সেরা হয়েছেন মেলবোর্ন স্টার্সের রব কুইনি। ৪৩ বলে ৭৫ রানের ম্যাচ সেরা ইনিংসটি সাজিয়েছেন ৫টি ছয় ও ৫টি চারের মাধ্যমে। 

মেলবোর্ন স্টার্সের অপর ব্যাটসম্যানরা যথাক্রমে লুক রাইট ৪৮(২৯), গ্লেন ম্যাক্সওয়েল ৫৮*(২৯), ডেভিড হাসি ১(৪) ও জেমস ফকনার ০*(১) রান করেছেন।

হোবার্ট হ্যারিকেনসের হয়ে স্টুয়ার্ট ব্রড ২টি ও ক্যামেরন বয়েস ১টি উইকেট শিকার করেছেন।

প্রথমে ব্যাট করতে নেমে হোবার্ট হ্যারিকেনস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৮ রান করেছে। অধিনায়ক টিম পাইন ৬১ বলে ৯১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন দলের জন্য এবং লোয়ার অর্ডারে নেমে জর্জ বেইলি অপরাজিত ৪৬ বলে ৭৪ রান করে দলকে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। তাতেও জয়ের দেখা মেলেনি হোবার্ট হ্যারিকেনসের। ৭ উইকেটের পরাজয় মেনে নিতে হয়েছে হোবার্ট হ্যারিকেনসকে। 

হোবার্ট হ্যারিকেনসের অপর ব্যাটসম্যানরা যথাক্রমে শর্ট ১(২), ডমিনিক মাইকেল ০(১), কুমার সাঙ্গাকারা ১৫(৯) ও নিয়েল ক্রিস্টিয়ান ১*(২) রান করেছেন।
 
মেলবোর্ন স্টার্সের হয়ে বেন হিলফেনহস ৩টি ও গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:
হোবার্ট হ্যারিকেনস  ১৮৮/৪ (২০/২০ ওভার)  
মেলবোর্ন স্টার্সের ১৯১/৩ (১৭.৪ ওভার) 

মেলবোর্ন স্টার্স ৭ উইকেটে জয়ী (১৪ বল অবশিষ্ট)

হোবার্ট হ্যারিকেনস: 
টিম পাইন (অধিনায়ক & উইকেটরক্ষক), শর্ট, কুমার সাঙ্গাকারা, জর্জ বেইলি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ডমিনিক মাইকেল, হামিশ কিংস্টন, ক্যামেরন বয়েস ক্লাইভ রোজ, স্টুয়ার্ট ব্রড, শন টেইট। 

মেলবোর্ন স্টার্স: 
লুক রাইট, রব কুইনি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড হাসি (অধিনায়ক), জেমস ফকনার, মার্কাস স্টোনিস, স্যাম হার্পার (উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা, বেন হিলফেনহস, স্কট বোল্যান্ড, মাইকেল বিয়ার।

হাইলাইটস মেলবোর্ন স্টার্স বনাম হোবার্ট হ্যারিকেনস:

 

 

 

 

 

 

 

 

 

 

 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ