ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোমবাতি হাতে ছাদে যেতে নির্দেশ দিয়েছিল ‘ব্লু হোয়েল’


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ১২:৪২ পিএম
মোমবাতি হাতে ছাদে যেতে নির্দেশ দিয়েছিল ‘ব্লু হোয়েল’

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে মরণ নেশা ব্লু হোয়েল গেম খেলে স্বপ্ন মালো (১৩) নামে ৮ম শ্রেণির এক ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

সোমবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ইউএস মডেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সে রাজৈর পৌর কুঠিবাড়ি এলাকার মানিক মালোর ছেলে ও রাজৈর-গোপালগঞ্জ কেজিএস পাইলট মডেল ইনস্টিটিউশনের ৮ শ্রেণির শিক্ষার্থী। 

এদিকে মঙ্গলবার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।  অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।

পারিবারিক সূত্র জানায়, ৮ থেকে ১০দিন আগে ইন্টারনেট থেকে কৌতুহলবশত ‘ব্লু হোয়েল’ গেম ডাউনলোড দেয় শিক্ষার্থী স্বপ্ন মালো। এরপর অ্যাডমিনের শর্ত অনুযায়ী হাতে তিমি মাছ একে ৭টি ধাপ অতিক্রম করে। পরে রাতের আঁধারে মোমবাতি হাতে নিয়ে বাড়ির ছাদে যেতে বলা হয় ওই শিক্ষার্থীকে। এরই মধ্যে ফেসবুকে ‘ব্লু হোয়েল’ গেম খেললে মানুষ মারা যায় এমন একটি খবর লিংকে দেখে বিষয়টি সম্পর্কে সচেতন হয় ওই শিক্ষার্থী।  এরপর তাকে সুইচ দিয়ে হাতে একশ ছিদ্র করতে বলা হলে সে নিজেকে বাঁচাতে মোবাইল ফোন ভেঙে ফেলে। কিন্তু গেমের ঘোর থেকে বের হতে না পারায় অসংলগ্ন হয়ে পড়ে ওই শিক্ষার্থী। 

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে সোমবার রাতে তাকে টেকেরহাট ইউএস মডেল প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।  খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে মানসিকভাবে ভেঙে পড়ায় ওই শিক্ষার্থীকে পর্যাপ্ত চিকিৎসার পাশাপাশি কাউন্সিলিং করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্বপ্ন মালোর বাবা মানিক মালো বলেন, ‘আমার ছেলে মরণ নেশার হাত থেকে বেঁচেছে। সরকারের কাছে আকুল আবেদন, এই ‘ব্লু হোয়েল’ গেম যেন বন্ধ করে দেয়।’

হাসপাতালের চিকিৎসক পীযুষ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা ছেলেটিকে পর্যাপ্তভাবে কাউন্সিলিং দিচ্ছি।  তার মনের মাঝে ভয় কাজ করছে।  তবে, চিকিৎসা চলছে, স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছেলেটি সুস্থ রয়েছে।  ব্লু হোয়েল গেম সম্পর্কে সকল বাবা-মাকে সর্তক হতে হবে।  তাদের সন্তানরা যেন এই খেলায় মগ্ন না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।

গোনিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা