ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়ের বাল্যবিয়ে দিয়ে সমালোচনায় এমপি


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ০১:৩৭ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১১:৩৬ এএম
মেয়ের বাল্যবিয়ে দিয়ে সমালোচনায় এমপি

মাত্র ১৫ দিন আগে নিজ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছিলেন তিনি। আর ১৫ দিন পরেই নিজ কন্যার বাল্য বিবাহ দিয়ে সমালোচনায় পড়লেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের এমপি সালাহউদ্দিন আহম্মেদ মুক্তি। নিজ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার মাত্র ১৫ দিনের মধ্যে গত শুক্রবার রাজকীয় এ বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে একই সাথে তার দুই মেয়ের বিয়ে হয়। আলোচিত এই বিয়ের একজন বর ওবায়দুর রহমান কায়সার টাঙ্গাইলের ঘাটাইল থানার এসআই। অপরজন সাইদুজ্জামান নন্দন দুদকের উপ-সহকারী পরিচালক হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত।

এমপি সালাহউদ্দিন আহম্মেদ মুক্তি জাতীয় পার্টির কোটায় ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবেরও দায়িত্ব পালন করছেন। তার দুই মেয়ের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা রওশন এরশাদসহ বিভাগ ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

জানা গেছে, বিয়েতে প্রায় ১৫ হাজার মেহমান আমন্ত্রিত ছিলেন। এমপির এক সঙ্গে দুই মেয়ের বিয়ে অনুষ্ঠানের খরচ হয়েছে কোটি টাকার উপরে। খাদ্য মেনুতে ছিল বাসমতি চালের পোলাওসহ মুখরোচক নানা খাদ্য। জবাই করা হয় ৫০০ খাসি। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ উপজেলা পরিষদ চত্বরে এ বিয়ের আয়োজন করা হয়।

এই উপজেলা পরিষদ মাঠেই গত ৩১ জানুয়ারি ঢাকঢোল পিটিয়ে এমপি নিজেই এই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন। অথচ মাত্র ১৫ দিনের মাথায় একই স্থানে নিজের মেয়েকে বাল্যবিবাহ দিলেন এমপি। উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করে নিজের মেয়ের বাল্যবিয়ের আয়োজন করায় এমপির সমালোচনা করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এমপির বড় মেয়ে মাসকুরা মীম পায়েল স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পাস করেছে। ছোট মেয়ে আফসানা মীম প্রিয়ন্তী ২০১৬ সালে ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট মাদরাসা থেকে সপ্তম শ্রেণী পাস করেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এমপি সালাহউদ্দিন আহম্মেদ মুক্তি জানান, স্থানীয় পৌরসভা থেকে জন্ম নিবন্ধন না নিলেও তার ছোট মেয়ে আফসানা মীমের বয়স ১৮ পেরিয়ে গেছে। তবে বড় মেয়ের চেয়ে ছোট মেয়ে দুই বছরের ছোট বলেও স্বীকার করেন তিনি।

মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. শহীদুল হক জানান, আফসানা মীম প্রিয়ন্তীর নামে জন্মনিবন্ধন নেয়া হয়নি। জানা গেছে, বড় মেয়ে মাসকুরা মীম পায়েলের স্কুল সার্টিফিকেট অনুযায়ী বর্তমান বয়স ১৮ বছর ৫ মাস। 

বিয়ে রেজিস্ট্রি করা কাজী নুরুল আমিন বলেন, জন্ম নিবন্ধন অনুযায়ী ছোট মেয়ের বিয়ের বয়স হয়েছে বলে এমপি সাহেব জানিয়েছেন। কিন্তু বয়স প্রমাণের কোনো কাগজ দেখাননি।

গো-নিউজ২৪/বিএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা