ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর  প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০৫:১৯ পিএম আপডেট: অক্টোবর ১৮, ২০১৭, ১২:৩২ পিএম
মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

যশোর: মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, বিস্কুট, দই বিক্রির জন্য সংরক্ষণ করায় যশোরে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের দড়াটানা জেনারেল হাসপাতালের সামনে ছাবা এন্টারপ্রাইজ ও সুন্দরবন বেকারিতে থেকে এই জরিমানা আদায় করা হয়। এ অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ।

তিনি জানান, অভিযানকালে দেখা যায়, ছাবা এন্টারপ্রাইজ নামে একটি ডিপার্টমেন্টাল স্টোরে মেয়াদোত্তীর্ণ চারটি কোমল পানীয় (পাওয়ার) ফ্রিজে সংরক্ষণ করা রয়েছে। আর মেয়াদ উত্তীর্ণ ৬টি নাটি বিস্কুট বিক্রির জন্য রাখা হয়েছে। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সেলিমকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

সোহেল শেখ আরও জানান, এরপর পাশেই সুন্দরবন বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন চকলেট ও দই সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সবুজকে আইনের একই ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযানকালে ক্যাব যশোরের সদস্য আব্দুর রাকিব সরদার, কৃষি বিপণন অধিদপ্তর যশোরের পরিদর্শক কুতুব উদ্দিন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দড়াটানায় ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা