ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির সামনে ৩টি পুরস্কারের হাতছানি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০১:০১ পিএম আপডেট: এপ্রিল ৩০, ২০১৭, ০৭:০৯ এএম
মেসির সামনে ৩টি পুরস্কারের হাতছানি

মাত্রই ২৯ বছর বয়স, আরও কয়েক বছর অনায়াসেই খেলে যেতে পারবেন। তবে এরই মধ্যে এমন কিছু কীর্তি গড়ে যাচ্ছেন তিনি, তাতে রেকর্ড বইয়ের পাতায় তাঁর নামটা জ্বলজ্বল করবে অনেক দিন। হয়তো চিরদিন।

দৃষ্টিনন্দন গোল, কিংবা বুদ্ধিদীপ্ত অ্যাসিস্টের জন্য তাঁকে সময়ের সেরা মানেন অনেকে। কেউ কেউ তো সর্বকালের সেরার তালিকায় মেসির নামটা লেখাতে চান। তবে এসবই ব্যক্তিগত ভাবাবেগের ওপর নির্ভর করে। কিন্তু রেকর্ড বইয়ের সংখ্যাগুলো তর্কাতীতভাবে কিছু জায়গায় মেসির শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে।

এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা সুপারস্টার করেছেন ১১ গোল। যা এখন পর্যন্ত তাকে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।  অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা ৭টি। তবে তার হাতে এখনও অন্তত দুই ম্যাচ আছে।

আর রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠতে পারলে রোনালদোর হাতে থাকবে ৩ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা এককভাবে জিততে রোনালদোর চাই আর ৫ গোল। রোনালদো আর চার গোল করলে পুরস্কারটা হবে ভাগাভাগি!

লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জয়ের দৌড়ে অনেকখানি এগিয়ে মেসি। এখন পর্যন্ত ৩১ ম্যাচে তিনি নামের পাশে যোগ করে ফেলেছেন ৩৩ গোল। দ্বিতীয় স্থানে থাকা লুইস সুয়ারেজ করেছেন ৩২ ম্যাচে ২৬ গোল। দুজনের গোলের ব্যবধান ৭। তৃতীয় স্থানে থাকা রোনালদো করেছেন ২৬ ম্যাচে ২০ গোল।

ইউরোপের সেরা হওয়ার লড়াইয়েও এগিয়ে মেসি। তার নামের পাশে আছে ৩৩ গোল (লা লিগা)। মেসির সঙ্গে এই লড়াইয়ে রয়েছেন এডিনসন কাভানি। ফরাসি এই স্টাইকার ৩১ গোল করলেও ফরাসি লিগের রেটিং ১.৫, মেসির চেয়ে ১৯.৫ পয়েন্টে পিছিয়ে তিনি।

পর্তুগিজ লিগে স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার বাস দস্ত করেছেন ২৮ গোল। সমসংখ্যক গোল করেছেন বায়ার্নের রবাট লেভানদোস্কিও। ২৭ গোল নিয়ে পরের অবস্থানেই রয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের অবামেয়াং।


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ