ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির ‘ডাবল সেঞ্চুরি’র অপেক্ষায় বার্সা কোচ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৭, ০৫:১০ পিএম আপডেট: অক্টোবর ১৯, ২০১৭, ১১:১০ এএম
মেসির ‘ডাবল সেঞ্চুরি’র অপেক্ষায় বার্সা কোচ

গেল রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে অলিম্পিয়া কোচের বিপক্ষে নিজের শততম গোলের মাইলফলক স্পর্শ করেন বার্সা সুপারস্টার লিওনেল মেসি। দুর্দান্ত ফ্রি-কিকে ন্যু ক্যাম্পের সব আলো কেড়ে নেন কিং লিও। ‘প্রিয়’ ছাত্রের ইতিহাস গড়ার রাতে উচ্ছ্বসিত কাতালান বস ভালভার্দে।

তবে মেসিকে নিয়ে স্প্যানিশ গুরুর স্বপ্ন রীতিমত আকাশছোঁয়া। চলমান মৌসুমেই মেসির নামের পাশে গোলের ‘ডাবল সেঞ্চুরি’ দেখতে চান ভালভার্দে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘আমি আশা করি মেসি এই বছরই তার ২০০ গোলের কোটা পূর্ণ করবে।’

এমন বক্তব্যের পর হাসি থামাতে পারেনি উপস্থিত সংবাদকর্মীরা। মনের অজান্তে হেসে ফেলেন ভালভার্দেও। চলতি বছর বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৫ গোল করেছেন মেসি। ফলে বোঝাই যাচ্ছে ভালভার্দের চাওয়া অনেকই হাস্যকর। হয়তো মেসিকে অনুপ্রাণিত করতেই এমন বচন গুরুর মুখে। 

অলিম্পিয়া কোচের বিপক্ষে দুই হলুদ কার্ড দেখে জেরার্ড পিকে মাঠ ছাড়ার পর ভালভার্দের খানিকটা ভড়কে যান বার্সা কোচ। কিন্তু ম্যাচটা নিজেদের করে নিতে পেরে খুশি তিনি। ‘পিকে উঠার পর আমার কিছুটা চিন্তা হয়। কিন্তু ম্যাচটা জিততে পেরে আমি খুশি। আসলে চ্যাম্পিয়নস লিগের প্রতিটা ম্যাচই এক একটা লড়াই।’

বার্সায় হয়ে ১০০ দিন পার করেছেন ভালভার্দে। এই অল্প সময়ে কাতালান সমর্থকদের কতটুকু দিতে পেরেছেন তিনি?  কাগজে-কলমে পাওয়া যাবে উত্তর। লা লিগায় দুর্দান্ত ছুটছে বার্সা। অদ্যাবধি ৮ ম্যাচে ৭ জয়ে ২২ পয়েন্ট ঝুলিতে পুরেছে মেসি-সুয়ারেজরা। যার সুবাদে লিগে সবার উপরে রাজত্ব করছে ন্যু ক্যাম্পের দলটি।

চ্যাম্পিয়নস লিগেও পয়েন্টি টেবিলের সিংহাসনে ভালভার্দের শিষ্যারা। এমন ঝকঝকে শুরুর পরও ভালভার্দে জানেন না তিনি কতটুকু ফেভারিট।  ‘আমি বলতে পারছি না সমর্থকরা কতটুকু আমায় পছন্দ করে।’ 
‘আমি চেষ্টা করছি ভালো কিছু করার। এখন পর্যন্ত আমাদের ফলাফল বেশ ভালো। সামনের কথা বলা যাচ্ছে না। তবে আমার বিশ্বাস, ছেলেরা জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।’ অভিমত ভালভার্দের। 
গোনিউজ২৪/জিএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ