ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসি ম্যাজিকে শীর্ষে বার্সা


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ১১:৩০ পিএম
মেসি ম্যাজিকে শীর্ষে বার্সা

মেসি ম্যাজিকে লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে ছুটে চলা বার্সেলোনা দারুণ এক জয় পেয়েছে। আতলেতিকো মাদ্রিদের মাঠে পয়েন্ট হারাতে বসা ম্যাচের শেষ দিকে লিওনেল মেসির গোলে জয়ের আনন্দে মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল। 

ভিসেন্তে কালদেরনে আজকের ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। এনরিকের অধীনে আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনার এটা নবম জয়। ১২ বারের মুখোমুখি লড়াইয়ে বার্সার জয় মাত্র একটি, অন্য দুটি ড্র।  

গোলশূন্য প্রথমার্ধের পর রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সা। অল্প সময়ের ব্যবধানে গোলটি শোধ করে দেন দিয়েগো গদিন। পরে শেষ দিকে জয় নিশ্চিত করেন মেসি।      

এই জয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা, ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া।

বার্সার হয়ে প্রথম একাদশে ছিলেন টার স্টেগেন, রবার্তো, পিকে, উমতিতি, ম্যাথিউ, রাফিনহা, বুসকেটস, ইনিয়েস্তা, মেসি, সুয়ারেজ এবং নেইমার। এদিকে, অ্যাতলেতিকোর হয়ে প্রথম একাদশে মাঠে নামেন ও’ব্লাক, গডিন, সাউল, কোকে, গ্যাবি, গ্রিজম্যানদের মতো তারকারা।
 
খেলার ৬৪ মিনিটের মাথায় লিড নেয় অতিথি বার্সা। সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনহা। তবে, বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লুইস এনরিকের শিষ্যরা। স্বাগতিক অ্যাতলেতিকোর হয়ে ম্যাচের ৭০ মিনিটের মাথায় সমতাসূচক গোল করেন গডিন।
 
৮৬ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন তারকা মেসি। তার গোলেই বার্সা এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ম্যাচের বাকি সময় ম্যাচে ফিরতে চেয়েও পারেনি অ্যাতলেতিকো।
 
এর আগে দু’দলের সর্বশেষ পাঁচ সাক্ষাতে পিছিয়ে ছিল বার্সা। একটি জয়ের বিপরীতে হেরেছিল দুটিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছিল। অন্যদিকে বার্সার বিপক্ষে মাঠে নামার আগে লিগে শেষ তিন ম্যাচেই জয় পেয়েছিল অ্যাতলেটিকো।
 
এ ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠলো বার্সা। ২৪ ম্যাচে সর্বোচ্চ ৫৪ পয়েন্ট মেসি বাহিনীর। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রোনালদোর রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সেভিয়া। আর সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ।

দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৫২। অবশ্য কিছুক্ষণ পরেই (রাত ১.১৫ মিনিটে) ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামতে যাওয়া জিনেদিন জিদানের দল শীর্ষস্থান পুনরুদ্ধার করার সুযোগ পাচ্ছে।

এবারের লিগে আর্জেন্টিনার অধিনায়ক মেসির এটা ২০তম গোল। দুই গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে লুইস সুয়ারেস।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ