ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেঘাচ্ছন্ন চলচ্চিত্রের কালো আকাশে সোনালী সূর্য ‘ঢাকা অ্যাটাক’


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৭, ১১:৩৪ পিএম আপডেট: অক্টোবর ১৬, ২০১৭, ০২:২৫ এএম
মেঘাচ্ছন্ন চলচ্চিত্রের কালো আকাশে সোনালী সূর্য ‘ঢাকা অ্যাটাক’

‘বাংলা চলচ্চিত্র’ মানেই যেন মন্দ কিছু। এদেশের চলচ্চিত্র যেন দর্শকদের কোনো ভাবেই বিনোদিত করতে পারে না। যার কারণে দিনে দিনে কমে যাচ্ছে হলের সংখ্যা। দিনের পর দিন, বছরের পর বছর লোকসানের বোঝা মাথায় নিয়ে এই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিচ্ছেন পেশাদার প্রযোজকরা। শুধু প্রযোজকরাই নন, চলচ্চিত্র কর্মীরাও খুজে নিচ্ছে অন্য কোনো পেশা। জীবন-জীবিকার তাগিদেই হয়তো তাদেরকে ছুটতে হচ্ছে অন্য কর্মক্ষেত্রে। এ অবস্থায় সিনেপ্রেমী দর্শকরাও বিনোদনের স্থান হিসেবে খুজে নিয়েছেন হলি-বলি চলচ্চিত্র।

মেঘাচ্ছন্ন বাংলাদেশ চলচ্চিত্রের কালো আকাশে হঠাৎ এক সোনালী সূর্যের উদয় হয়েছে। মাঝখনে হাতে গোনা কয়েকজন অসাধু নির্মাতাদের জন্য যেভাবে দিনে দিনে এই ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে চলে গিয়েছিল। ঠিক একইভাবে কয়েকজন মেধাবী এবং পরিশ্রমী নির্মাতাদের দ্বারাই আবারো চলচ্চিত্রের সুদিন ফিরবে।

এরইধারাবাহিকতায় গেল ৬ অক্টোবর দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড গড়তে সক্ষম হয়েছে ছবিটি। ‘ঢাকা অ্যাটাক’ প্রথম সপ্তাহে ১২২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে সেটি বেড়ে দাড়িয়েছে ১৩০ টিতে। ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এ বি এম সুমন, নওশবা, আলমগীর, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

ঢাকার বলাকা সিনেমাতে ‘ঢাকা অ্যাটাক’ উপভোগকারী রিয়াজ আহমেদ নামের এক দর্শক গো নিউজকে ছবিটি সম্পর্কে জানিয়েছেন, ‘আমার ৩০ বছর বয়সে ছবি দেখে কতোটা সময় ব্যয় করেছি। আর কতো টাকাই যে খরচ করেছি সেটা আমি ছাড়া আর কেউ বলতে পারবে না। তবে মাঝখানে ছবি দেখা বাদ দিয়েছিলাম। কারণটাও আপনাদের অজানা নয়। অশ্লীল ছবি দেখে সময় নষ্ট করতে চাইনি। অনেক দিন পর আবারো হলে এলাম। ছবি দেখলাম। মনে হচ্ছে সত্যিই একটি খাটি বাংলা ছবি দেখেছি। একটি ভালো গল্পের ছবি দেখেছি। এক সেকেন্ডের জন্যও বিরক্তি অনুভব করিনি। এক কথায় বলবো অসাধারণ একটি সিনেমা বানিয়েছেন এই নির্মাতা। অভিনন্দন জানায় তাকে এবং তার পুরো টিমকে।’

এই দর্শক আরো বলেন, ‘ছবিটি দেখার পর আরেকটি জিনিসও পরিস্কার হয়েছে আমার কাছে। সেটা হলো আমরা যারা আমাদের পুলিশ ভাইদের নিয়ে বাজে মন্তব্য করি। ভবিষ্যতে তারা পুলিশদের সম্মান করতে শিখবো। যারা ছবিটিতে অভিনয় করেছেন তারা সবাই নিজ নিজ স্থান থেকে তাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন সেটা পরিস্কার। এক্ষেত্রে এ বি এম সুমন এবং নওশবার কথাটা বলতে চাই। এই জুটি যে চরিত্রে অভিনয় করেছন সেটা তাদের জন্য পারফেক্ট মনে হয়েছে। অসাধারণ অভিনয় দিয়ে হল ভর্তি দর্শকদের হৃদয়ের মনিকোঠায় পৌচ্ছে গেছেন তারা।’

অন্যদিকে শ্যামলী সিনেমা হলে ‘ঢাকা অ্যাটাক’ উপভোগকারী রাসেল নামের এক দর্শক বলেন, ‘এধরনের চলচ্চিত্র নিময়মিই নির্মাণ হোক সেটা আমি মনে প্রাণে চাই। আমি চলচ্চিত্র দেখতে চাই। ‘ঢাকা অ্যাটাক’-এর মতো চলচ্চিত্র নির্মাণ হলে প্রতি সপ্তাহেই ছবি দেখার সময় বের করবো। আমি মনে করি বাংলাদেশের নির্মাতারাও ভালো কিছু নির্মাণ করতে পারেন। এটার বড় প্রমাণ ‘ঢাকা অ্যাটাক’। আমাদের পরিচালকদের কাছে অনুরোধ রইলো গল্প নির্ভর চলচ্চিত্র বানাবার। যেমনটি ‘ঢাকা অ্যাটাক’।’

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী