ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মৃত্যুর দিন ভোরে, ‘রাউধা তুমি বেহেশতের ফুল হয়ে যাবে’


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ১১:০৭ পিএম
মৃত্যুর দিন ভোরে, ‘রাউধা তুমি বেহেশতের ফুল হয়ে যাবে’

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী রাউধা অতিফের মোবাইল ফোনে তার মৃত্যুর দিন ভোরে একটি বার্তা (এসএমএস) এসেছিল। সেই বার্তায় বলা হয়েছিল, ‘রাউধা তুমি বেহেশতের ফুল হয়ে যাবে।’ এর মাধ্যমে রাউধাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিলো। এমন তথ্য জানিয়েছেন মালদ্বীপের নীলনয়না এই মডেল কন্যার বাবা মোহাম্মদ অতিফ।

এই তথ্য তদন্তকারী সংস্থার সিআইডির কাছে রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজশাহীর একটি রেস্টুরেন্ট রাউধার সাথে এক যুবকের ঝগড়া হয়েছিলো হত্যাকাণ্ডের কয়েকদিন আগে। রেস্টুরেন্টের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই যুবকের পরিচয় মিলবে এবং জানা যাবে আসলে সে কে? সেই সাথে তাকে আটক করা গেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

মোহাম্মদ আতিফ বলেন, পাসওয়ার্ড জানা ছাড়া রাউধার আইফোন ব্যবহার সম্ভব নয়। কিন্তু তার মৃত্যুর পর কে বা কারা তার আইফোন ওপেন করে সেখান থেকে বান্ধবী সিরাত পারভিন ও বন্ধু মহসিনের নাম ডিলিট করে দেন। মহসিন ও সিরাতের নামই বা কেন ডিলিট করা হলো এবং কে এই কাজটি করলো তা খুঁজে বের করা প্রয়োজন।

এ সময় তিনি দাবি করেন, রাউধা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রাউধার বাবার পাশাপাশি তার আইনজীবী অ্যাডভোকেট কামরুল মনিরও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গত ২৯ মার্চ রাজশাহীর ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে শাহ মখদুম থানায় কলেজ কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করে। পরে রাউধার বাবা আদালতে হত্যা মামলা দায়ের করলে পুনঃময়নাতদন্তের জন্য তার লাশটি উঠানোও হয়েছিলো।

বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

গো নিউজ২৪/জা আ 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার