ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুসলিম নারীদের রক্ষাকারী সেই ‘বীরদের’ জন্য সংগ্রহ ৮ কোটি টাকা


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৩:৩৮ পিএম আপডেট: মে ২৯, ২০১৭, ০৯:৩৮ এএম
মুসলিম নারীদের রক্ষাকারী সেই ‘বীরদের’ জন্য সংগ্রহ ৮ কোটি টাকা

টেলিসিন মিরদিদ নামকাই মেশে এবং রিকি জন বেস্ট

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে এক ইসলাম-বিদ্বেষীর হাত থেকে মুসলিম নারীদের রক্ষাকারী ‘বীরদের’ জন্য প্রায় ১০ লাখ ডলার (৮ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা) সংগ্রহ করেছে স্থানীয় মুসলিমরা।

গত শুক্রবার (২৬ মে) পোর্টল্যান্ডের একটি ট্রেনে দুই মেয়েকে ইসলামবিরোধী স্লোগান দিয়ে উত্যক্ত করতে শুরু করে জেরেমি জোসেফ ক্রিশ্চিয়ান (৩৫) নামের এক ব্যক্তি। ওই দুই মেয়ের মধ্যে একজন ছিলেন হিজাব পরিহিতা মুসলিম। অন্যজন ছিলেন একজন খ্রিস্টান।

উত্যক্ত করার সময় মেয়ে দুটিকে বাঁচাতে এগিয়ে আসেন রিকি জন বেস্ট (৩৫) এবং টেলিসিন মিরদিদ নামকাই মেশে (২৩)। তখন তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ক্রিশ্চিয়ান। তিনি তাদের গলা কেটে হত্যা করেন। এদের মধ্যে বেস্ট ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান মেশে।

মিকাহ ডেভিড কোলে ফ্লেচার (২১) তৃতীয় আরেকজনকেও আঘাত করেন ক্রিশ্চিয়ান। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ঝুঁকি কেটে গেছে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয় মুসলিম কমিউনিটি সেন্টারের ইমাম মুহাম্মদ মানাজিব বার্তাসংস্থা এপিকে বলেন, ‘একজন মুসলিম হিসেবে আমি কৃতজ্ঞ। পোর্টল্যান্ডের একজন বাসিন্দা হিসেবে আমি কৃতজ্ঞ যে আমরা তাদের পাশে একসঙ্গে দাঁড়াতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘ওই দুই নারীই এই ঘটনার ভুক্তভোগী হতে পারতেন। কিন্তু ওই তিন বীর ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচিয়েছেন।’

হাসপাতালে চিকিৎসাধীন মিকাহ ডেভিড কোলে ফ্লেচার

ক্রিশ্চিয়ানের উত্যক্তের শিকার হওয়া ডেসটিনে ম্যানগাম নামের এক মেয়ে ফক্স নিউজকে বলেন, ‘যারা আমাদের বাঁচাতে তাদের জীবন দিল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার নেই। তারা আমার এবং আমার বন্ধুর জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে।’

কাঁদতে কাঁদতে তিনি আরো বলেন, ‘আমি তাদের প্রশংসা করি। তারা না থাকলে হয়তো এই মুহূর্তে আমার মৃত থাকতাম।’

এদিকে দুই নারীসহ বাকি ভুক্তভোগীদের সহায়তার জন্য গঠিত তহবিলে প্রথম ঘণ্টায়ই জমা পড়েছিল ৫০ হাজার ডলার। তবে সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত এ বিষয়ে গঠিত তিনটি তহবিলে এ পর্যন্ত মোট সংগ্রহ হয়েছে ১০ লাখ ডলার।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও