ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুশফিকের নেতৃত্বে আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন যারা


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৬, ০২:৪৯ পিএম
মুশফিকের নেতৃত্বে আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন যারা

আগামী ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে তার আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে টাইগাররা। আর সেই লক্ষ্যে আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করবে মুশফিকদের প্রথম ফ্লাইট।অস্ট্রেলিয়ার ১০ দিনের এই ক্যাম্পের জন্য ২২ সদস্যের স্কোয়াড


ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের ফাইনাল এখনও অনুষ্ঠিত না হওয়া দুই ভাগে অস্ট্রেলিয়া যাবে ক্রিকেটাররা। ফাইনালে শেষে আগামী শনিবার যাবে দ্বিতিয় ফ্লাইট।


প্রথম ফ্লাইট যাচ্ছে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে। আজ অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। মুশফিক ছাড়াও এই ফ্লাইটে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও শুভাগত হোম চৌধুরী। রাত ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে তারা সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছাবেন।


এছাড়া দ্বিতিয় ফ্লাইটে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে যাবেন তামিম ইকবাল, মমিনুল হক, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ ও তানভীর হায়দার।


মাশরাফি ও তামিমের ব্যক্তিগত কাজ থাকায় তারা শনিবার যাবেন। এছাড়া ঢাকা ডায়নামাইটসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় মুস্তাফিজুর রহমানকে থেকে যেতে হচ্ছে। বাকি সদস্যরা বিপিএলের ফাইনাল খেল যাবেন।


অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করবে টাইগাররা। এর পর নিউজিল্যান্ডে উড়াল দিবে তারা। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে দুই দল।


ক্যাম্পের প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মমিনুল হক, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাগত হোম চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভীর হায়দার।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ