ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুরগির দোকানে শামুকখোল পাখি বিক্রি!


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী  প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৯:২৯ পিএম
মুরগির দোকানে শামুকখোল পাখি বিক্রি!

রাজশাহী: বাজারের মুরগি বিক্রির দোকান থেকে শামুকখোল পাখি উদ্ধার করা হয়েছে। মুরগি বিক্রেতা মুরগির সঙ্গে পাখিগুলো বিক্রি করছিলেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর লক্ষীপুর কাঁচা বাজারের একটি মুরগির দোকান থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে উন্মুক্ত স্থানে গিয়ে শামুকখোল পাখি দুটি আবারও ছেড়ে দেয়া হয়।

পরিবেশবাদী বেসরকারি সংস্থার সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফের রুম্মান হোসেন জানান, সচেতনতামূলক লিফলেট বিরতণ কার্যক্রম চালাতে গিয়ে পাখি দুটি উদ্ধার হয়। বন্যপ্রাণী রক্ষায় তারা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে মহানগরীর লক্ষীপুর কাঁচা বাজার এলাকায় লিফলেট বিতরণ করছিলেন।

প্রচারণাকালে মুরগির দোকানে দুটি শামুকখোল পাখি দেখতে পান। এ সময় বিক্রেতা এই পাখি চেনেন না এবং আইনের বিষয়টিও তার জানা নেই বলে দাবি করেন। এমন পাখি আর বিক্রি করবেন না বলেও অঙ্গিকার করেন। পরে তাদের উদ্যোগেই পাখি দুটি উন্মুক্ত স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেয়া হয় বলেও জানান সংগঠক রুম্মান হোসেন।

এদিকে, জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি তাদের কাছ পর্যন্ত পৌঁছায়নি। তাৎক্ষণিকভাবে পাখি দুটি উদ্ধার ও অবমুক্ত করে দেয়ায় তারা হয়তো জানতে পারেননি। তবে সচেতনতা বাড়াতে সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফ নামের বেসরকারি সংস্থাটি রাজশাহীতে কাজ করে বলে তারা জানেন।

বন বিভাগের উদ্যোগেও এমন সচেতনতামূলক কর্মকা- পরিচালনা করা হয়। এছাড়া মাঝে-মধ্যেই মহানগরীর বিভিন্ন পাখির দোকানে বন বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলেও জানান বিভাগীয় এই বন কর্মকর্তা।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা