ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের সংঘর্ষ


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০৫:৫৫ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১১:৫৫ এএম
মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের সংঘর্ষ

ছবি: সংগৃহিত

ডেস্ক: মিয়ানমারের রাখাইন প্রদেশে স্থানীয় রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে দেশটির নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য আহত হয়েছেন। তবে এতে কতজন রোহিঙ্গা আহত বা নিহত হয়েছেন সে খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শনিবার রাতে মিয়ানমার স্টেট কাউনসেলর অফিসের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সীমান্তে অস্ত্রধারী একটি গ্রুপের সঙ্গে মিয়ানমারের সৈন্যদের সংঘর্ষ হলে দুজন সেনা আহত হন।

সেখানে কালো পোশাক পরিহিত অজ্ঞাত ৩০ জন অস্ত্রধারীর দলে ছিল বলে ওই বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেছিল। ওইসময় মিয়ানমারের বাহিনী পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। তবে সেই দলের কতজন আহত বা নিহত হয়েছে সে ব্যাপারে জানা যায়নি।

গত সপ্তাহে মিয়ানমারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছিলেন, রাখাইনে সেনাবাহিনীর অভিযান স্থগিত করা হয়েছে। ফলে চার মাসের রক্তাক্ত অভিযানের সমাপ্তি ঘটে। কিন্তু আবার সংঘর্ষের ঘটনার পর সরকার যে দাবি করেছিল সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

২০১৬ সালের অক্টোবরে মিয়ানমার সীমান্ত পুলিশের চেকপোস্টে দুর্বৃত্তদের হামলার পর সেনাবাহিনী কঠোর অভিযান শুরু করে রাখাইনে। সেনা নিপীড়নের মুখে অন্তত ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাসহ বাংলাদেশে বর্তমানে ৪ লাখ রোহিঙ্গা বসবাস করছে বলে কর্তৃপক্ষের এক পরিসংখ্যানে বলা হয়েছে।

রোববার বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, প্রবীণ সদস্যদের আনতে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের নিপীড়ন থেকে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় এক হাজার রোহিঙ্গা মুসলিম রাখাইনে ফিরে যায়।

গো নিউজ২৪/এম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও