ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিলসকে টপকে সাকিবের রেকর্ড


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৭, ০৬:৩৭ পিএম আপডেট: মে ২৪, ২০১৭, ১২:৩৭ পিএম
মিলসকে টপকে সাকিবের রেকর্ড

আজ সাকিবের দরকার ছিল মাত্র এক উইকেট। তবে নতুন কিছু গড়বেন তিনি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচগুলোর হিসেবে তিনিই হবেন সেরা উইকেটশিকারি বোলার। বর্তমানে নিউজিল্যান্ডের কাইল মিলস ৩৩টি উইকেট নিয়ে সেরা অবস্থানে আছেন। তাকে টপকাতে দরকার এক উইকেট। তবে আজকের ম্যাচে এন্ডারসনকে আউট করে সেটি করে দেখালেন সাকিব। 

কাইল মিলসের সমান ৩৩ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান। গত ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ১০ ওভার বল করে ৫০ রান দিয়ে উইকেটহীন ছিলেন সাকিব। আজকের সেটি পূর্ণ হলো। এখন সাকিব মিলস থেকে এগিয়ে।

আজকের ম্যাচটিতে আয়ারল্যান্ড যদি নিজেদের তৃতীয় ম্যাচে (রোববার) নিউজিল্যান্ডকে পরাস্ত করতে পারতো তবে কিছুটা হলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারতো সাকিব-তামিমরা। কিন্তু আইরিশদের ১৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন টম লাথামের নিউজিল্যান্ড।

আগের ম্যাচে আইরিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আশা জিইয়ে রেখেছিল বাংলাদেশ। ৩ ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দলের সংগ্রহ দাঁড়ায় ৬ পয়েন্ট। উদ্বোধনী ম্যাচে আইরিশদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় দুই দল ভাগাভাগি করে পয়েন্ট। বাংলাদেশের ভাণ্ডারে জমা পড়ে দুই পয়েন্ট; সমান পয়েন্ট পায় স্বাগতিকরাও।

পরের ম্যাচে বাংলাদেশ হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। বলার অপেক্ষা রাখে না যে, পয়েন্ট হারিয়েছেন টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে আইরিশদের হারিয়ে বাংলাদেশ ঝুলিতে জমা করল মোট ৬ পয়েন্ট (৪+২)। মাশরাফিদের হাতে বাকি আছে একটি ম্যাচ। অর্থাৎ আজকের নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ১০।

এই পয়েন্টও (১০) কোনো কাজে দেবে না। কারণ নিউজিল্যান্ড ইতোমধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে। কিউইরা সংগ্রহ করেছে পূর্ণ ১২ পয়েন্ট। তাই আর কোনো সমীকরণই বাকি রইল না। বাংলাদেশের আশা শেষ, ত্রিদেশীয় সিরিজের শিরোপা উঠল নিউজিল্যান্ডের শোকেসে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটিতে দলে সুযোগ হয়েছে নাসির হোসেনের। এছাড়া গত ম্যাচে অভিষেক হওয়া সানজামুল বাদ পড়েছেন। মূলত তার জায়গায় সুযোগ পেয়েছেন নাসির। প্রায় সাত মাস পর দলে সুযোগ পেয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

গো নিউজ২৪/এআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়