ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মি: ফিনিসারের কাছে হেরে গেল বরিশাল


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৬, ০২:৫৯ পিএম
মি: ফিনিসারের কাছে হেরে গেল বরিশাল

নাসির হোসেন জাতীয় দলে ব্রাত্য অনেকদিন ধরেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর রবিবারের প্রথম খেলায় বল হাতে ভালো পারফরমেন্সের পর ব্যাট হাতেও দারুণ করলেন নাসির। দলের দারুণ বিপদের মুহূর্তে ব্যাট হাতে দায়িত্ব নিলেন ‘দ্য ফিনিশার’। তার যোগ্য সঙ্গ দিয়ে গেলেন তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। চতুর্থ উইকেটে তাদের ৫৫ রানের জুটিতে ৪ উইকেটে জয় তুলে নিল ঢাকা ডায়নামাইটস। নাসিরের ৩৪ রান ঢাকার ইনিংসের সর্বোচ্চ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের দাপটের মুখে পড়ে নির্ধারিত ওভারে ১৩৩ রানের টার্গেট দেয় বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। দলীয় ২ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার মেহেদী মারুফ (১)। এরপর ৫১ রানের জুটি গড়ে দলের বিপদ সামাল দেন ওপেনার কুমার সাঙ্গাকারা এবং অধিনায়ক সাকিব আল হাসান। ৩৩ বলে ৪ বাউন্ডারিতে ৩২ রান করা সাঙ্গাকারা তাইজুলের বল তুলে মারতে গিয়ে থিসারা পেরেরার হাতে ক্যাচ তুলে দেন।

এরপর চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়েন নাসির হোসেন এবং তরুণ মোসাদ্দেক হোসেন। দলীয় ১১৩ রানে মনির হোসেনের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন নাসির। তিনি ২৯ বলে ২ চার  এবং ১ ছক্কায় ৩৪ রান করেন। এরপর মোসাদ্দেকের সঙ্গে জুটি বাঁধেন সেকুজে প্রসন্ন। জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে কামরুল ইসলাম রাব্বির বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন। তিনি ২০ বলে ২ বাউন্ডারিতে ২৩ রান করেন। ওই ওভারেই রান আউটের শিকার হয়ে ফিরে যান সেকুজে প্রসন্ন (১০)। এরপর ডোয়াইন ব্র্যাভো বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে দলীয় ৬ রানেই প্রথম উইকেটের পতন ঘটে বরিশালের। আবু জায়েদের বলে সেকুজে প্রসন্নর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান চলতি বিপিএলে দারুণ খেলতে থাকা শাহরিয়ার নাফীস। স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে ১৩ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি। এরপর দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন অপর ওপেনার মুনারাবীরা। তিনি ৭ বলে ২ বাউন্ডারিতে ১০ রান করেন। দলীয় ৩৭ রানে আবারও রান আউটের দুর্ভাগ্য ভর করে বরিশালের ইনিংসে। ১৩ বলে ৭ রান করে ফিরে যান জীবন মেন্ডিস।

চতুর্থ উইকেটে ৪৭ রানের অতি প্রয়োজনীয় জুটি গড়েন মুশফিকুর রহিম এবং নাদিফ চৌধুরী। তারপরই ৩০ বলে ২ বাউন্ডারিতে ৩৬ রান করে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক। নাদিফ চৌধুরীও বেশিক্ষণ টিকতে পারেননি। তার ২৫ বলে ২ বাউন্ডারিতে ২১ রানের ইনিংসটি শেষ হয়ে রবি বোপাররা বলে সেকুজে প্রসন্নর দারুণ এক ক্যাচে। ডোয়াইন ব্র্যাভোর বলে প্রায় একইভাবে ছক্কা মারতে গিয়ে সানজামুল হকের হাতে ধরা পড়েন এনামুল হক (৩) ।

এরপর থিসারা পেরেরা এবং রুম্মান রইসের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে বরিশাল। ১৩ বলে ২ চার এবং ১ ছক্কায় অপরাজিত ২৫ রান করেন রুম্মান। আর ১৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন পেরেরা।

দিনের অপর খেলায় সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস। আজ চিটাগংয়ের হয়ে মাঠে নামবেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। খেলাগুলো সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইন এবং সনি সিক্স এ।

 

গোনিউজ২৪/এস কে 

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ