ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মায়ের সন্তান প্রসব করালো ১০ বছরের ছেলে


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৯:০৭ পিএম
মায়ের সন্তান প্রসব করালো ১০ বছরের ছেলে

নির্দিষ্ট সময়ের আগেই প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল লুসিয়ানার বাসিন্দা অ্যাশলি মরিউর। বাথরুমে যাওয়ার পরই শুরু হয় তার ওই বেদনা। এরইমধ্যে গর্ভে থাকা সন্তানের একটি পা বেরিয়ে আসে। কাছে ছিল শুধু ১০ বছর বয়সী একমাত্র ছেলে জেডেন ফনটেন্ট। শেষ পর্যন্ত এই ছেলেই মায়ের প্রসব কাজ সম্পন্ন করেন।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ১১ আগস্ট। অ্যাশলির প্রসব বেদনা শুরু হলে বাড়িতে জেডেন ছাড়া আর কেউ ছিল না। দাদীকে ডেকে আনার জন্য ১০ বছরের ছেলেকে বলেন তিনি। কিন্তু ততক্ষণে মায়ের অবস্থা এতটাই খারাপ যে তাকে ছেড়ে যেতে রাজি হয়নি ছেলে। নিজেই প্রসব করানোর সিদ্ধান্ত নেয়।

মায়ের নির্দেশমতো সেই কাজ সফলভাবেই করতে পেরেছে এই বালক। কী কী করতে হবে- ছেলেকে তা বলে দেন অ্যাশলি। যদিও কাজটা মোটেও সহজ ছিল না। উল্টো অবস্থায় ছিল অ্যাশলির গর্ভের সন্তান। অর্থাৎ, মাথার বদলে তার পা আগে বেরিয়ে এসেছিল। এমন অবস্থা বেশ বিপজ্জনক। যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

প্রসবের পর এরমধ্যে দেখা গেল, সদ্যোজাত শিশুটি শ্বাস নিচ্ছে না। অ্যাশলি জেডেনকে বলেন বাইরে থেকে অক্সিজেন জোগাতে হবে শিশুকে। কিছু একটা ভেবে দৌড়ে রান্নাঘরে যায় জেডেন। নিজের এগারো বছরের বোনের নাজাল অ্যাসপিরেটর নিয়ে আসে সে। তা দিয়েই অক্সিজেন জোগায় নিজের ছোট্ট ভাইকে। আর অক্সিজেন পেয়ে বেঁচে ওঠে শিশুটি। ততক্ষণে অ্যাম্বুল্যান্সও এসে পৌঁছায়। অ্যাশলি ও তার সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও