ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফীর জার্সি নম্বর কোনটা থাকবে?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৭:৪৭ পিএম
মাশরাফীর জার্সি নম্বর কোনটা থাকবে?

মাশরাফি শুধু একটি নাম নয় অনেকের অনুপ্রেরণাও বটে। বলা যায়, বাংলাদেশ ক্রিকেটের প্রাণও নড়াইয়েলের এই যুবক। তার হাত ধরেই সুদিন ফিরেছে বাংলাদেশ ক্রিকেটে। তিনি যেমন পারফর্মার, ঠিক তেমন যোগ্য নেতাও। দলের সবাইকে এক বৃত্তে আটকে রাখার অসীম ক্ষমতার অধিকারীও।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স। এ নিয়ে পাঁচটি টুর্নামেন্ট হয়েছে বিপিএলে। যার মধ্যে চারটিই জিতেছেন মাশরাফি।  প্রথম দুটি ঢাকা গ্ল্যার্ডিয়েটর্সে নেতৃত্বে থাকাকালীন, তৃতীয়টি কুমিল্লার হয়ে এবং শেষটি অর্থাৎ চতুর্থটি রংপুরের জার্সিতে।

জার্সি নম্বর বললেই নির্দিষ্ট খেলোয়াড়ের নাম ভেসে ওঠে সবার সামনে। জনপ্রিয় খেলোয়াড়রা তাদের জার্সি নম্বরটিকেই ব্র্যান্ড বানিয়ে ফেলেন। যেমনটা '২'কেই ব্র্যান্ড করেছিলেন মাশরাফি বিন মুর্তজা।

এবারের বিপিএলে বদলে যায় তার জার্সি নম্বর। রংপুর রাইডার্সের হয়ে '০' নম্বর জার্সি গায়ে মাঠে নেমে সবাইকে চমকে দেন তিনি। জার্সি চমকের পর একের পর একে চমক দিয়ে গেছেন মাশরাফি। বিপিএল শেষ। তিনি চ্যাম্পিয়ন দল রংপুরের সফল অধিনায়ক। তার '০' নম্বর জার্সিও সফল।

তাহলে সামনে কোন নম্বরের জার্সিতে দেখা যাবে মাশরাফিকে। '০' না আগের '২'? উত্তরটা মাশরাফিও জানেন না। মাশরাফি বলেন, দুই জার্সিতেই সাফল্য এসেছে। বুঝতেছি না '০' না '২', কোনটা বেছে নিব। 

উল্লেখ্য, জাতীয় দল, ফ্রেঞ্চাইজি লিগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ। সব জায়গায় ০২ নম্বর জার্সি পরেই এতদিন খেলছিলেন মাশরাফি মর্তুজা। এবার পেছনের '২' ছেঁটে ফেলেন। বিপিএলে মাশরাফি খেলেন '০' নম্বর জার্সি পরে। মাশরাফি নিজেই সে সময় বলেন দুই কারণে জার্সি বদল।  

ক্যারিয়ারের শুরুতে '০৪' নম্বর জার্সি পরে খেলতেন হার্শেল গিবস। ২০০৪ সালে ম্যাচ পাতানোর অভিযোগে ফ্যাসাদে পড়েন। পরে নির্দোষ প্রমাণিত হয়ে ক্রিকেটে ফিরলে বদলে দেন জার্সি নম্বর। এরপর থেকে খেলতেন '০০' নম্বর জার্সি পরে। গিবসের কাছ থেকেই নাকি এই নম্বর বদলের অনুপ্রেরণা মাশরাফির,  'এর পেছনে আসলে দুইটা কারণ আছে, কদিন আগে একটা সাক্ষাতকারে পড়েছিলাম হার্শেল গিবসের, স্টার্ট ফ্রম জিরো এগেইন।' 

জাতীয় দলে ক্যারিয়ার একদম শুরুতে অবশ্য ২০ নম্বর জার্সি পরতেন মাশরাফি। পরে শূন্য আগে এনে দুই পরে নিয়ে যান। এবার ২ বাদ দিয়ে নাকি করলেন বৃত্তপূরন,  'শুরুতে ২০ ছিল, পরে শূন্য কেটে ২। এখন ২ বাদ দিয়ে শূন্য রেখেছি, বৃত্ত পূরণ হয়ে গেল।' 

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ