ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাশরাফী-গেইলদের বিপক্ষে খুলনার দুর্দান্ত একাদশ


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৭, ১০:৩৩ এএম
মাশরাফী-গেইলদের বিপক্ষে খুলনার দুর্দান্ত একাদশ

চলতি বিপিএলে দুই পর্বের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে।  যাতে টেবিলে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  তবে এই স্থানটি নিয়ে একরকম মিউজিক্যাল চেয়ার খেলাই হয়েছে। সিলেট পর্ব শেষে শীর্ষদল ছিল সিলেট সিক্সার্স। ঢাকা পর্বে কিছুদিন ঢাকা ডায়নামাইটস এই স্থানটি দখল করে রেখেছিল।  সিলেটের কাছে হেরে বিপিএল শুরু করা কুমিল্লা টানা ৫ ম্যাচ জিতে এখন শীর্ষে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। ইনজুরি থেকে ফিরেছেন দলটির নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।

টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল ঢাকার। সাকিব আল হাসানের নেতৃত্বে দলটি ধারাবাহিকভাবে পারফর্ম করলেও শেষ দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গেছে। ৮ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। তবে সবচেয়ে নিভৃতে পারফর্ম করে চলছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। ৭ ম্যাচে ২ হারে ঢাকার সমান ৯ পয়েন্ট তাদের। নাসির হোসেনের নেতৃত্বে টানা তিন ম্যাচ জিতে বিপিএল শুরু করা সিলেট আর কোন জয় পায়নি। ৮ ম্যাচে ৪ হারে ৭ পয়েন্ট তাদের। পয়েন্ট তালিকার ৪ নম্বর দল সিলেট।

শুরুতে কিছু ম্যাচ হেরে বিপদেই ছিল রংপুর। তবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শেষ দুই ম্যাচ জেতা দলটির সামনে রয়েছে শীর্ষ চারে যাওয়ার সুযোগ। ৬ ম্যাচে সমান ৩টি করে জয় ও হারে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। তালিকায় তলানীর দুই দল রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। 

দুই পর্ব ও পয়েন্ট টেবিলে উত্তেজনা ছড়াতে ফের তৃতীয় পর্বে মাঠে গড়াচ্ছে বিপিএল।  তৃতীয় পর্ব তথা চট্টগ্রাম পর্বের প্রথম দিনে মুখোমুখি হবে দুটি ম্যাচ।  প্রথম খেলায় নামবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স।  দ্বিতীয় খেলায় নামবে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স।  ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙ্গা টিভি।

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে বেশ উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।  ৭ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয়তে থাকা খুলনা টাইটান্সের প্রতিপক্ষ ছন্দে থাকা রংপুর রাইডার্স।  শেষের দুটি ম্যাচে চমক দেখিয়ে সবার নজরে মাশরাফি নেতৃত্বাধীন দলটি।  কিন্তু প্রতিপক্ষের শক্তিতে তোয়াক্কা করেন না খুলনা টাইটান্সের অধিনায়ক।  এরআগে তিনি জানিয়েছেন, প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন তাতে সমস্যা নেই খুলনার।

এদিকে খুলনা টাইটান্সের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে বোলিং সেক্টরে ব্যাপক সমৃদ্ধতা। কারণ দলটিতে রয়েছেন চলতি বিপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী আবু জায়েদ।  চলতি বিপিএলে ৬ ম্যাচে ১২ উইকেট তুলে শীর্ষে রয়েছেন তিনি। সে সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান।বিপিএলে নিজের প্রথম ম্যাচে ৪ উইকেট তুলে আলোচনায় এসেছেন তিনি।  এছাড়া জাতীয় দলের পেসার শফিউল ইসলাম তো আছেই।  যে কোনো মুর্হুতে জ্বলে ওঠার সক্ষমতা রাখেন তিনি।

এছাড়া কুল ম্যান খ্যাত ক্যাপ্টেন মাহমুদউল্লাহর নেতৃত্বে স্পিন সেক্টরে থাকছেন দেশীয় অলরাউন্ডার আফিফ।  চলতি বিপিএলে নিজের প্রথম ম্যাচে ২৩ রান খরচায় ১ উইকেট পেয়েছেন আফিফ। এছাড়া বিদেশি প্রসন্ন তো রয়েছেনই। 

গেল ব্যাটিং সেক্টরের কথা। ব্যাটিং সেক্টরেও  নতুন তারকা আরিফের ফিনিশিং দক্ষতায় বেশ ভালো করছে খুলনা। সর্বশেষ রাজশাহীর বিপক্ষে ৪৩* রান করে শেষ ওভারে দলকে জিতিয়েছেন এই দেশীয় তারকা। এছাড়া টপঅর্ডারে ওয়ালটন, রুশুরা তো রয়েছেনই। 


খুলনা একদাশ: আরচার, রিলি রসু,নিকলাস পরান, মাহমুদউল্লাহ রিয়াদ, কার্লোস ব্যাথওয়েট, আফিফ হোসাইন, নাজমুল হোসাইন শান্ত, আরিফুল ইসলাম, তানভির ইসলাম হোসেন, জুনায়েদ খান।  

গোনিউজ২৪/এআর 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ