ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফির রংপুরের হয়ে কয়টি ম্যাচ খেলবেন গেইল?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০৯:৪২ পিএম
মাশরাফির রংপুরের হয়ে কয়টি ম্যাচ খেলবেন গেইল?

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএল মানেই দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের মিলনমেলা। উদীয়মান ক্রিকেটারদের জাতীয় দলে পৌঁছানোর সুর্বণ সুযোগ, তারকাদের মাইলফলক স্পর্শের হাতছানি।

এ নিয়ে চারবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিপিএল। চলতি বছরের নভেম্বরের তিন তারিখে শুরু হবে আসরটির পঞ্চম যাত্রা। এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে ঢাকা ডায়নামাইটস।  ৪টি শিরোপার তিনটিই জিতেছে দলটি। তবে মাশরাফির নেতৃত্বে তৃতীয় আসরটিতে শিরোপার স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

বিপিএলের পঞ্চম আসরে বেশ কিছু পরিবর্তন ঘটেছে। সেই সাথে দল পরিবর্তন করেছে আইকনরা। সে ধারাবাহিকতা আসন্ন আসরটিতে কুমিল্লা ছেড়ে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মাশরাফি বিন মর্তুজা। 

এদিকে আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রথম আসরে খেলার কথা ছিল শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার ও ক্যারিবিয়ান তারকা  ক্রিস গেইলের। যার কারণে বিপিএলে তাদের অংশগ্রহন নিয়ে শঙ্কায় ছিল রংপুর। তবে টুর্নামেন্টটি স্থগিত হওয়াতে পুরো আসরজুড়ে রংপুর রাইডার্সের সঙ্গে থাকবেন তারা। 

বিপিএলে রংপুরের হয়ে চারটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন গেইল। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ স্থগিত হয়ে যাওয়ায় লাভ হলো রংপুরের। আর মাশরাফীর সতীর্থ হয়ে প্রথমবারের মতো বিপিএল মাতাবেন মালিঙ্গা। রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ক্রিস গেইলকে লিগের শুরু থেকেই পাবে রংপুর রাইডার্স। ফলে বিপিএলের জৌলুস আরও বেড়ে যাবে বলে বিশ্বাস তার।
 
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ স্থাগিত হওয়া রংপুরের পাশাপাশি লাভ হয়েছে বিপিএলের অন্যান্য দলগুলোর। একইসঙ্গে বিপিএলের সমর্থকদেরও। আসন্ন টুর্নামেন্টে বিদেশের তারকা খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেটি কেটে গেছে।

প্রসঙ্গত,  ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে গেইলের চাহিদা আকাশচুম্বী। এখন পর্যন্ত ৩০৯টি টি-টোয়েন্টিতে ১০,৫৭১ রান করেছন তিনি। বিপিএলে তিনটিসহ স্বীকৃত টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ ১৮টি সেঞ্চুরি করেন গেইল। এছাড়া বিপিএলে ১৫টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৬০টি ছয় হাঁকিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন বিপিএলে রংপুর রাইডার্সের খেলোয়াড়দের তালিকা

রংপুর রাইডার্স: মাশরাফী বিন মোর্ত্তজা (আইকন) মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফিস, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, ইবাদত হোসেন চৌধুরী, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।

বিদেশি: রবি বোপারা, ডেভিড উইলি, বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ