ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় বৈধতা পাবেন ২ লাখের বেশি বাংলাদেশি


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ১০:৪১ এএম
মালয়েশিয়ায় বৈধতা পাবেন ২ লাখের বেশি বাংলাদেশি

মালয়েশিয়ায় চলমান 'রি-হায়ারিং' কর্মসূচির আওতায় দুই লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি কর্মী বৈধতা পেতে পারেন। বৈধতা পেতে আগামী ৩০ জুনের মধ্যে অস্থায়ী পাস (ই-কার্ড) গ্রহণ করতে হবে। গত বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন সকল বিদেশি শ্রমিকদের বৈধতার আওতায় আনতে এ কর্মসূচি নিয়েছে দেশটি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার বাংলাদেশি কর্মী ই-কার্ডের জন্য আবেদন করেছেন। ই-কার্ড পেলে তারা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশা করছে, দুই লাখেরও বেশি বাংলাদেশি কর্মী ই-কার্ড গ্রহণ করে বৈধতা পাবেন। জাবেদ আহমেদ বলেন, বর্তমানে যেসব বাংলাদেশি কর্মী নানা কারণে অবৈধ হয়ে গেছেন, লুকিয়ে কম বেতনে কাজ করছেন, যাদের কোনো প্রকাশ কাগজপত্র নেই, তারাও এই সুবিধা নিতে পারেন। ই-কার্ড পেলে পুলিশের ধরপাকড়ে পড়তে হবে না। লুকিয়ে কম বেতনে কাজ করতে হবে না। ভবিষ্যতে ভিসার মেয়াদও বাড়ানোর সুযোগ থাকবে।

অবৈধ বাংলাদেশি কর্মীদের 'রি-হায়ারিং' কর্মসূচির অধীনে বৈধতার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম জানান, বাংলাদেশি কাগজপত্রহীন শ্রমিকদের বৈধতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাজিব তুন রাজ্জাককে অনুরোধ করেন। এ অনুরোধে সাড়া দিয়ে মালয়েশিয়া ১৫ ফেব্রুয়ারি থেকে ই-কার্ড কার্যক্রম শুরু করে।

শ্রম কাউন্সিলর জানান, অবৈধ কর্মীদের বৈধতা দিতে দুই ধরনের পাস দেওয়া হবে। প্রথমত যাদের কোনো ধরনের কাগজপত্র নেই, তারা নিয়োগকারীর মাধ্যমে আবেদন করলে একটি লাল ই-কার্ড দেওয়া হবে। সেই কার্ড নিয়ে বাংলাদেশ হাইকমিশনে এসে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট নেওয়ার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে নীল ই-কার্ড দেওয়া হবে। এই কার্ডের মেয়াদ হবে এক বছর।

গো নিউজ ২৪/ এস কে 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়