ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

‘মার্কিন ভূখণ্ডে’ ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০১৭, ০৯:০৪ এএম
‘মার্কিন ভূখণ্ডে’ ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন ভূখণ্ড গুয়ামে হামলার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে হুমকি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কিম প্রশাসনের পক্ষ থেকে এই বিবৃতি এলো।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, গুয়াম ভূখণ্ডে মাঝারি থেকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা বিবেচনা করছে তারা। ওই ভূখণ্ডটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমানগুলোর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

উত্তর কোরীয় প্রশাসনের পক্ষ থেকে এই হুমকির পর দেশ দুটির মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার অনুমোদন দেয় জাতিসংঘ। পিয়ংইয়ং একে ‘আমাদের সার্বভৌমত্বের উগ্র লঙ্ঘন’ বলে সমালোচনা করেছে এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে ‘মূল্য দিতে হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছে।

উত্তর কোরিয়ার বার্তাসংস্থা কেসিএনএ’র এক প্রতিবেদনে বুধবার বলা হয়েছে, গুয়ামের আশপাশের এলাকায় গোলাবর্ষণের জন্য সব ধরনের বিকল্প পরিকল্পনা খতিয়ে দেখছে কিম প্রশাসন। এতে দেশে তৈরি মাঝারি থেকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হওয়াসিং-১২ ব্যবহারের কথা ভাবা হচ্ছে।

মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। গুয়ামে মার্কিন সামরিক মহড়ার জবাবে এই হামলা হতে পারে বলেও জানানো হয়েছে।

গত ৪ ও ২৮ জুলাই দুটি আইসিবিএমের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। শনিবার (৫ আগস্ট) সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।

জাতিসংঘের নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার রপ্তানি বাণিজ্যের রাশ টেনে ধরা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার ৩০০ কোটি ডলার রপ্তানির মধ্যে ১০০ কোটি কমে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

নিষেধাজ্ঞার পর সোমবার (৭ আগস্ট) এক অনুষ্ঠানে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো কোরীয় উপদ্বীপের বর্তমান অবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের হুমকি মোকাবিলায় আইসিবিএম পরীক্ষা একটি বৈধ পদক্ষেপ।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কোনো অবস্থাতেই আমরা পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক রকেটের বিষয়টি আলোচনার টেবিলে আনব না।’ উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করা হলে ‘যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দেয়া হবে’ বলেও মন্তব্য করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর সোমবারই জাতিসংঘে স্থায়ী মিশনের মাধ্যমে একটি বিবৃতি পাঠায় উত্তর কোরিয়া। সেখানে যুক্তরাষ্ট্রকে ‘উন্মাদ’ ও ‘বেপরোয়া’ আখ্যা দেয়া হয়েছে।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও