ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মানুষের মাংস খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি’


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৫:৫৭ পিএম আপডেট: আগস্ট ২২, ২০১৭, ১১:৫৭ এএম
‘মানুষের মাংস খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি’

পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন উপজাতির মধ্যে এখনো প্রচলিত আছে মানুষের মাংস খাওয়ার প্রথা। মানুষ মানুষের মাংস খায়! সভ্যতার ছোঁয়া পায়নি এমন মানুষ এখনো বসবাস করে বিশ্বের বিভিন্ন প্রান্তে। নতুন করে এমনই একজনের সন্ধান পাওয়া গেলো দক্ষিণ আফ্রিকায়। পুলিশের কাছে এসে নিজেই ধরা দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশের কাছে ধরা দেয়ার সময় মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে এসেছেন ওই ব্যক্তি। পুলিশের কাছে তিনি বলেন, ‘মানুষের মাংস খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি।’ গণমাধ্যমগুলো তাকে একজন ‘গ্রাম চিকিৎসক’ হিসেবে আখ্যায়িত করেছে, যিনি এ পর্যন্ত অনেক নারীকে ধর্ষণ, হত্যা এবং অনেককে জবাই করেছেন।

দক্ষিণ আফ্রিকার ইস্টকোর্ট শহরে পুলিশের কাছে ধরা দেয়ার সময় হাতে করে তিনি নিয়ে যান মানুষের একটি পা এবং হাত। এরপর পুলিশকে নিয়ে যান একটি বাড়িতে সেখানে গিয়ে আরো কিছু দেহাবশেষ পায় পুলিশ। ওই এলাকা থেকে একই অভিযোগে আরো দুইজনকে গ্রেপ্তার করেছে তারা। এছাড়া চতুর্থ আরেকজনের বিরুদ্ধেও মানুষের মাংস সংরক্ষণের অভিযোগে মামলা দেয়া হচ্ছে।

২২, ২৯, ৩১ এবং ৩২ বছর বয়সী ওই চার ব্যক্তিকে আদালতে তোলার সময় স্থানীয়রা তাদের দেখতে সেখানে ভীড় জমায়। তাদের প্রত্যেককেই রিমান্ড দেয়া হয়েছে। আগামী সপ্তাহে তাদের আবার আদালতে তোলা হবে।

স্থানীয় কাউন্সিলর মেথেম্বেনি মাজোলা জানান, আশঙ্কা করা হচ্ছে আরো মৃতদেহ থেকে থাকতে পারে। তিনি বলেন, ‘একটা মাত্র মানুষের দেহই তাদের কাছে নেই। পুলিশ তদন্ত করে একটি পাত্রের মধ্যে আটটি কান পেয়েছে। তার মানে, বিষয়টি নিয়ে আরো তদন্ত করার আছে।’

স্থানীয় পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন চার্মেন স্ট্রুইগ বলেন, ‘সন্দেহভাজনদের তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা এবং মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণের মামলা দেয়া হয়েছে। এছাড়া চতুর্থজনের বিরুদ্ধে মানুষের মাংস বহনের মামলা হয়েছে। প্রথম তিন ব্যক্তি একজন নারীকে হত্যা করে তাকে কেটে টুকরো টুকরো করেছে।’

তিনি আরো বলেন, ‘অভিযোগ আছে, ওই নারীর মাংসের কিছু অংশ তারা খেয়েছে। আর শরীরের বাকি অংশ চতুর্থ ব্যক্তির কাছে সংরক্ষণের জন্য দিয়েছে। ইস্টকোর্ট এবং আমাংউই শহরে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত একজন ব্যক্তিকে হত্যা করার আলামতই আমরা পেয়েছি।’

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও