ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাননীয় প্রধানমন্ত্রী, ভাত খাবো চালের কেজি কত ?


গো নিউজ২৪ | ফারজানা আক্তার প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ১১:৫৬ এএম
মাননীয় প্রধানমন্ত্রী, ভাত খাবো চালের কেজি কত ?

ঢাকায় এসে রিকশা চালানোর কাজ নিলেন মোসলেম মিয়া। মহাজনকে ভাড়ার টাকা দিয়ে দৈনিক তার নিজের আয় ৩০০-৪০০ টাকা থাকে। মাঝে মাঝে কম-বেশি হয়। প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় তাকে আড়াই কেজি চাল কিনতে হয়। খালি ভাত তো আর খাওয়া যায় না! তাই কিছু তরিতরকারিও নিতে হয়। 

ঢাকায় এসে বাচ্চাদের স্কুলে ভর্তি করানো হয় নাই। এখন তো এই চিন্তা করা তার জন্য আকাশ কুসুম! কাজ থেকে বাড়ি ফেরা সবার জন্য আনন্দ হলেও মোসলেম মিয়ার জন্য সেটা এক ভীবিষিকা! ‘সবজি বাজারে যাওয়া যায় না, দামের আগুন যে একবার লাগছে, সেটা আর কমছে না। ছোট বাচ্চাটা মোটা চালের ভাত খেতে পারে না, তাও ওর মা জোর করে এতদিন খাওয়াচ্ছে।  এখন তো মনে হচ্ছে আমাদের ভাত  না খেয়েই থাকতে হবে।’ মনে বড় আক্ষেপ নিয়ে কথাগুলো বললেন মোসলেম মিয়া। 

শুধু কি মোসলেম মিয়া! এই আক্ষেপ এমন হাজারো দিনমুজুর আর মধ্যম আয়ের মানুষদের। যাদের বাচ্চারা একটু স্কুলে যায়, কলেজে যায় তাদের অবস্থা আরো ভয়াবহ। বাজারে দামের সাথে সাথে যদি বেতনটাও হু হু করে বেড়ে যেতো তাহলে হয়তো এতো হিসাব নিকাশ করতে হতো না। 

মাননীয় প্রধানমন্ত্রী, আমি রাজনীতি, অর্থনীতি , ভূগোল, ইতিহাস কিছুই  বুঝি না।  আমি শুধু আপনাকে বুঝি। আমি বেঁচে থাকাটা বুঝি। আমি স্বস্তির নিঃশ্বাস বুঝি। আমি জানি আপনি চাইলেই আমাদের বেঁচে থাকাটা একটু শান্তির করে দিতে পারেন। আমি বিশ্বাস করি কোনো লোভী, স্বার্থনেষী মানুষের ক্ষমতা আপনার মতো সৎ, সাহসী মানুষের থেকে বেশি হতে পারে না। আপনার একটু সতর্কতায় পারে লোভী মিলারদের খুঁজে খুঁজে বের করে বাজারে একটু স্বস্তি এনে দিতে। 

মাননীয় প্রধানমন্ত্রী, মাছ-মাংস খাওয়া অনেক আগেই কমিয়ে দিয়েছি। মাছে-ভাতে বাঙ্গালী এই ট্যাগ থেকে নিজেদের অনেক আগেই সরিয়ে নিয়েছি। গরম ভাতে পানি ঢেলে মরিচ, পেঁয়াজ মেখে কিভাবে খেতে হয় সেটা শিখে গেছি।  ও আপনাকে তো বলায় হয় নি, মরিচেরও না খুব ঝাল আর সাথে পেঁয়াজের ঝাঁজ তো আছেই। এতো কথা লিখতে গেলে শেষ করা যাবে না। 

মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মতো মধ্যম আয়ের মানুষদের পিঠের চামড়া অনেক আগেই ক্ষয়ে গেছে। কোথাও কোনো কোনায় একটু লেগে ছিলো। বর্তমানের চালের দাম আর সবজির দাম সেই লেগে থাকা চামড়াটাও তুলে নিচ্ছে। সোনার বাংলাতে আমরা মধ্যবিত্তরা টিকে থাকতে পারবো তো মাননীয় প্রধানমন্ত্রী?

মতামত বিভাগের আরো খবর
নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ