ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদকের রাজ্যে ইয়াবাই রাজা


গো নিউজ২৪ | মোঃ আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০১:০৪ পিএম আপডেট: এপ্রিল ২৭, ২০১৭, ০৭:০৪ এএম
মাদকের রাজ্যে ইয়াবাই রাজা

দিনাজপুরে সাধারণত গাঁজা, হিরোইন ও ফেন্সিডিল সেবনকারীর সংখ্যা বেশি থাকলেও পুলিশি অভিযানে তা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে গত কয়েক বছর ধরে ইয়াবা নামের ট্যাবলেট মাদকের মার্কেট দখল করে নিয়েছে। 

মাদকের রাজ্যে ইয়াবাই এখন সর্বনাশা নীল নেশার রাজা। বিশেষ করে অভিযাত ধনাঢ্য পরিবারের তরুণ তরুণীদের কাছে ইয়াবা নামের মাদক খুব জনপ্রিয়। খয়ের রঙের ছোট আকারের ট্যাবলেট যা ইয়াবা বাবা সহ নানা নামে পরিচিত। দিনাজপুরে ৩ ধরনের ইয়াবা পাওয়া যায়। গায়ে ডব্লিউ ওয়াই লেখা ইয়াবা খুচরা বাজারে প্রতি পিস ১৮০ টাকা থেকে ২০০ টাকা, আর-সেভেন লেখা ইয়াবা ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা, হিরোইন ১ পোটলা ৫০ টাকা, গাঁজা ১ পোটলা ৫০ টাকা এবং ফেন্সিডিল ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এম-কে এবং এস-পি লেখা ২ ধরনের ফেন্সিডিল এখন বাজারে পাওয়া যায়। 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র মতে মাদক একেবারে নির্মূল করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যদিও এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি আইন প্রয়োগ কারী একাধিক সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে। তবে মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। প্রথমত এ ব্যাপারে প্রত্যেক পরিবারকে প্রধান ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে হাতে খরচের টাকা বেশি পাওয়া ছেলে মেয়েরাই এখন ইয়াবা নেশায় আসক্ত। প্রথম দিকে ইয়াবা সীমাবদ্ধ ছিল উচ্চবিত্তদের মধ্যে। এখন সমাজের সব শ্রেণির মানুষই এ নেশায় আসক্ত। 

আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ ভাবে আসা মাদকের শতকরা ১০ ভাগ উদ্ধার করতে পারে এবং শতকরা ৯০ ভাগ মাদক সেবীদের মধ্যে উদরে চলে যায়। যে কারণে এখন হাত বাড়ালেই মিলছে মাদক। দিনাজপুর সহ সারাদেশে ইয়াবার সেবন যে আশংকা জনক ভাবে বেড়ে গেছে। এ কথা এখন পুলিশ র‌্যাবও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অপকটে শিকার করছেন। 

এ ব্যাপারে দিনাজপুরের ৫ আসনের এমপি আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার এমপি বলেন, মাদক নির্মূলে প্রশাসনকে সততার সাথে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেকটি সভা সমাবেশে কথা বলতে হবে। এ ব্যাপারে দল মতে উর্দ্ধে সকল কে এক কাতারে আসতে হবে।  তিনি আরও বলেন কোন দল দেখে নয় মাদক বিক্রেতা যে দলের ই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর হতে হবে প্রশাসনকে।  


গো নিউজ২৪/এএইচ

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার