ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক নির্মূলে ভারত-মায়ানমারের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চলছে


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ০৯:১৮ পিএম
মাদক নির্মূলে ভারত-মায়ানমারের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চলছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের দেশ মাদক তৈরি করে না। পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত মাদক তৈরি করে। এই দুই দেশ থেকে আমাদের দেশে মাদক আসে। আমরা মাদক নির্মূলের জন্য দুই দেশের সঙ্গেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি।

রাজশাহী মহানগর পুলিশের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যখন যা বলছি ভারত সরকার এবং বিএসএফ সঙ্গে সঙ্গে তাতে সারা দিচ্ছে। আমাদের সীমান্তের ওপারে যে ফেন্সিডিলের কারখানা তা বন্ধের প্রচেষ্টা নিয়েছে এবং সেখান থেকে যাতে মাদক না আসে তারও প্রচেষ্টা তারা করছে। আমাদের অনুরোধে তারা এই উদ্যোগ নিয়েছে। আমরা মায়ানমারের সঙ্গেও সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি। মায়ানমারও আমাদের সহযোগিতা করবে।’

 আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা ২০২১ এবং ২০৪১ সালের যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই যুবসমাজকে মাদক মুক্ত করতে হবে। মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘২৫ বছর আগে চারটি থানা নিয়ে রাজশাহী মহানগর পুলিশের যাত্রা শুরু হয়েছিল। এখনো সেই অবস্থায় আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহী মহানগর পুলিশের কলেবর বৃদ্ধির জন্য আরও আটটি নতুন থানা সংযোজন করতে যাচ্ছি। নতুন নতুন ইমারত তৈরি করে রাজশাহী মহানগর পুলিশকে আরও সমৃদ্ধ আরও শক্তিশালী করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৫ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গো নিউজ/এমবি
 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়