ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাথার ভেতরে জৈবিক টাইম বোমা!


গো নিউজ২৪ | বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৬:৪৭ পিএম আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৭, ১২:৪৭ পিএম
মাথার ভেতরে জৈবিক টাইম বোমা!

ঢাকা: কথাটা শুনে ভরকে যাওয়ারই কথা। তবে বাস্তবকই সত্য। আস্ত একটা টাইম বোমা মাথায় করে ঘুরে বেড়াচ্ছি আমরা অনেকেই। নিজেদের অজান্তেই যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে এ জৈবিক টাইম বোমা।

জৈবিক এই টাইম বোমাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে অ্যানিউরিজম (Aneurysm)। পৃথিবীতে প্রতি ৫০ জনে একজন মাথায় বয়ে বেড়াচ্ছেন অ্যানিউরিজম। তবে এটা বয়ে বেড়ানোর ক্ষেত্রে পুরুষদের চেয়ে চল্লিশোর্ধ নারীরা অনেক বেশি ঝুঁকিতে থাকেন।

অ্যানিউরিজমের অবস্থান
মস্তিষ্কে রক্তক্ষরণের একটি বিশেষ জায়গা হচ্ছে অ্যারাকনয়েড পর্দার (Arachnoid mater) ঠিক নিচে, অ্যারাকনয়েড ও পায়া পর্দার (Pia mater) মধ্যবর্তী সাবঅ্যারাকনয়েড অঞ্চলে (subarachnoid space)। অ্যারাকনয়েড ও পায়া পর্দা হচ্ছে মস্তিষ্ক ও স্নায়ুরজ্জুকে নিয়ে গঠিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ঘিরে থাকা আবরণ। এ দুটি পর্দাসহ আরেকটি পর্দা, ডুরা পর্দা (Dura mater) মিলে তৈরি হয় মেনিনজেস (Meninges)। যেটি কেন্দ্রীয়  স্নায়ুতন্ত্রকে সুরক্ষিত রাখার গুরু দায়িত্বটি পালন করে।

অ্যানিউরিজমে বিপদটা কী?
সাবঅ্যারাকনয়েড স্পেসে রক্তক্ষরণের কিছু উল্লেখযোগ্য কারণের মধ্যে আছে- অ্যানিউরিজম ফেটে যাওয়া, ধমনী-শিরার অস্বাভাবিক গঠন ইত্যাদি। যদিও এ ঘটনার অনেক কারণ এখনও অজানা। তবে এখানে রক্তক্ষরণের শতকরা আশি ভাগই হয় অ্যানিউরিজম ফেটে যাওয়ার কারণে। মস্তিষ্কের ধমনী-শিরা গাত্রের কিছু স্থান স্ফীত হয়ে এই অ্যানিউরিজম গঠিত হয়। আবার ধমনীগাত্র ছিদ্র হলে জমাটবদ্ধ রক্ত স্ফীত হয়ে অ্যানিউরিজম গঠিত হতে পারে। কারণ হিসেবে বংশগতির কথা খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়।

আমরা অনেকেই হয়তো এ ধরনের গঠন মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অ্যানিউরিজমে সবচেয়ে বড় বিপদ হচ্ছে, মাথায় এই অস্বাভাবিক গঠন ধারণকারীরা সবসময়ই একটা স্ট্রোকের ঝুঁকির মধ্যে থাকেন। আরো একটি সমস্যা হচ্ছে, ফেটে যাওয়ার আগে এটি আপাত কোনো উপসর্গ দেখায় না। ফলে দিনের পর দিন সম্ভাব্য বিপদ মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হয়।

গোনিউজ২৪/এন

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক