ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

মাতাল তান্ডবে রক্তাক্ত, ১ জনের মৃত্যু আহত ৬ জন


গো নিউজ২৪ | পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০১৬, ০৪:০৫ পিএম
মাতাল তান্ডবে রক্তাক্ত, ১ জনের মৃত্যু আহত ৬ জন

স্বরূপকাঠীতে পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে বাড়ী ফিরে মাত্র ৫ দিনে স্থাণীয় মাতালদের তান্ডবের শিকার হয়ে খুন হয়েছেন একজন ও আহত হয়েছেন ৬ জন।

 

উপজেলার সুতারবাড়ী নামক স্থানে পারিবারিক কলহের জের ধরে মাদক ব্যবসায়ি শোভনের কাছ থেকে মাদক ক্রয় করে নিয়মিত নেশা করার এক পর্যায় ঈদের আগের দিন(চাঁদ রাতে) বেল্লাল (২২) এর কুঠারের কোপে নিহত হয় তার চাচা শ্বশুর আঃ রহিম(৫২) এবং রহিমের দুই বোনজামাই ও তার প্রতিবন্দি ছেলে রাসেল মারত্বক রক্তাক্ত জখম হয় বলে জানান বেল্লারে স্ত্রী বৃষ্টি। 

 

নেথারাবাদ থানা তথ্য অনুযায়ী, খুনির পিতা শাহাদাৎ হোসেন ও তার মা ফুলসোনা বেগম কে গ্রেফতার করে কোটে চালান করা হয় এবং আলামত হিসাবে কুঠার এবং একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এরই তিন দিন পরে উত্তর করফা গ্রমের মৃত: আঃ রহমানের ৪ ছেলে তাদের পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি বন্টন করতে গিয়ে সেঝোভাই মাও. আবুল কালাম আজাদ ও বড় ভাই শাহ আলম, মাতাল ভাগিনা রামজানের(২০) হাতে দেশিয় অস্ত্র (দুইটি ছোরা) দিয়ে সম্পত্তির ভাগ ঠিকই পুশিয়ে দিয়েছেন। মারাত্বক রক্তাক্ত জখন হয়ে মেঝো ভাই আবু সালাম ও ছোট ভাই জামালসহ গন্ডগোল থামাতে আসা সোবাহান স্বরূপকাঠী স্বাস্থ্য কম্পেক্সে চিকিৎসা নিচ্ছেন।

 

এব্যাপারে প্রত্যক্ষদর্শী মোজাম্মেল জানান, আহত আবু সালাম ও জামাল ঢাকায় থাকেন বাড়ি ফিরে ঈদের আনন্দ ও পৈত্রিক সম্পত্তি বন্টন করতে গিয়ে এঘটনা হয়েছে।

 

এদিকে উপজেলার মাদক সম্রাট ওয়াহীদ সোহাগদল ইউনিয়নের মটরসাইকেল স্ট্যান্ড সংলগ্ন বাকোয়ালী হাজীর বাসার সামনে মাদক নিয়ে স্থানীয় ছেলেদের মারধর করায় টহলরত এসআই এনায়েত ও তার সঙ্গীও ফোর্স তাকে হাতে নাতে ধরে। মাত্র দশ হাজার টাকার বিনিময় ছেড়ে দেয়ায় উপজেলার সর্বত্রই নিন্দার ঝড় বইছে।

 

এব্যাপারে এসআই এনায়েত মুঠোফোনে বলেন, ওয়াহীদ স্থাণীয় ছেলেদের সাথে হাতাহাতি করে ছিল তাই ছেড়ে দিয়েছি। কিন্তু মাদকের বিষয়ে জানতে চাইলে কল কেটে দিয়ে বিষয়টি এড়িয়ে যান। যারই ধারাবাহিকতায় গত ৯ জুলাই স্বরূপকাঠীর সুটিয়াকাঠী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গাউছ মিয়া সহযোগীতায় বার বার জেল খেটে আসা ইয়াবা ব্যবসায়ী পলাশ ও নাহিদকে ধরে পুলিশে সোপর্দ করেন। 

 

গো নিউজ২৪/এম আর আমীন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা