ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাঠে নাসির থাকলেই কি জয় আসে বাংলাদেশের?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ০৬:১৫ পিএম আপডেট: মে ২৫, ২০১৭, ১২:২০ পিএম
মাঠে নাসির থাকলেই কি জয় আসে বাংলাদেশের?

এবারের ত্রিদেশীয় সিরিজের শুরুতে বেঞ্চে বসেই সময় কাটছিল নাসির হোসেনের। সিরিজের শুরুতে একাদশে সুযোগ পান অপর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মিরাজের বদলে বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামকে সুযোগ দেন বাংলাদেশের থিঙ্ক ট্যাংক। তবে গতকাল সানজামুল ইসলামকে বিশ্রামে রেখে নাসির হোসেনকে সুযোগ দেয়া হয়।

তবে আট মাস পর বাংলাদেশ দলের জার্সি গায়ে খেলার সুযোগ পেলেন অলরাউন্ডার নাসির হোসেন। আর বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের প্রথম ইনিংস শেষে আলোচনা জমে নাসিরকে নিয়েই। গতকাল বাংলাদেশের বল হাতে ৯ ওভার বল করেন এ অফস্পিনার। এতে ৪৭ রানে নাসিরের শিকার দুই উইকেট। দিনের শুরুটা ভক্তদের কাছে ছিল হতাশার।

ইনিংসের মাত্র তৃতীয় বলেই উইকেট খোয়াতে পারতো নিউজিল্যান্ড। কিন্তু পেসার মাশরাফি বিন মুর্তজার ডেলিভারিতে কিউই ওপেনার টম ল্যাথামের আলতো ক্যাচ স্কয়ার লেগে হাতছাড়া করেন নাসির হোসেন। ‘০’তে জীবন পাওয়া কিউই অধিনায়ক শেষ পর্যন্ত করেন ৮৪ রান। তবে গুরুত্বপূর্ণ সময়ে পরপর দুই উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ড ইনিংসের লাগাম টেনে ধরেন নাসিরই। ২৮ ওভার শেষে ১৫৬/১ স্কোর নিয়ে বড় সংগ্রহের পথে ছিল কিউইরা।

তবে ব্যক্তিগত ৬৩ রানে কিউই ওয়ানডাউন ব্যাটসম্যান নেইল ব্রুমকে সাজঘরে ফেরান নাসির। স্কয়ার লেগে ব্রুমের আলতো ক্যাচ তালুবন্দি করেন মাশরাফি। পরে নাসির সরাসরি বোল্ড করেন ল্যাথামকে। আর ম্যাচে ফেরে বাংলাদেশ। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুটি ওয়ানডে খেলেন নাসির হোসেন। ব্যাট হাতে করেন ২৭* ও ৪ রান। বল হাতে দুই ম্যাচে পান একটি করে উইকেট। ওই সিরিজের আগে টানা এক বছর জাতীয় দলের বাইরে কাটে নাসিরের।

২০১৫ সালের ১১ই নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে টানা ১২ মাস বাংলাদেশ দলে সুযোগ মিলছিল না তার। তবে সাম্প্রতিক ক্রিকেটে ধারাবাহিক নৈপুণ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে জায়গা করে নেন নাসির হোসেন। গত মার্চে এসিসি ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে নেপালের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান নাসির হোসেন। আর গত মাসে ঘরোয়া লিস্ট-এ আসর ঢাকা প্রিমিয়ার লীগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি কুড়ান গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সি গায়ে।

গতকাল ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের ক্যাপ মাথায় ক্যারিয়ারে ৫৮টি ওয়ানডে খেলেন অলরাউন্ডার নাসির হোসেন। এতে ব্যাট হাতে ৩২.৩৫ গড়ে নাসিরের সংগ্রহ ১২৬২ রান। এতে নাসিরের রয়েছে একটি সেঞ্চুরি ও ৬টি অর্ধশতক। ওডিআই ক্যারিয়ারে অফস্পিনার নাসির হোসেনের শিকার ২১ উইকেট। সেরা বোলিং ফিগার ৩/২৬। 

গো নিউজ ২৪/ এস

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ