ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মা হতে চান ‘যৌনাঙ্গবিহীন’ তরুণী


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০৯:৪০ এএম
মা হতে চান ‘যৌনাঙ্গবিহীন’ তরুণী

যৌনাঙ্গ ছাড়াই জন্ম নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের গিলবার্ট শহরের মেয়ে কাইলি মোটস। এখন তার বয়স ২২ বছর। আর স্বাভাবিক কারণেই মা হতে চাইছেন এই তরুণী। বয়ফ্রেন্ড রব্বি লিমারকে চান নিজের সন্তানের বাবা হিসেবে। এজন্য তার প্রয়োজন অস্ত্রোপচার। এর মাধ্যমেই মাতৃত্বের স্বাদ পূর্ণ করতে পারবেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাইলি ‘মায়ের রকিটানস্কি কুস্টার হসার’ (এমআরকেএইচ) রোগে আক্রান্ত। প্রতি পাঁচ হাজার নারীর মধ্যে একজন ওই সিনড্রোমে আক্রান্ত হতে পারেন। এই রোগে আক্রান্ত নারীদের কার্ভিক্স এবং ইউটেসার থাকে না। ছোটবেলা থেকে এজন্য এক অস্বস্তিকর পরিবেশে বড় হতে হয়েছে কাইলিকে। যারা জানতো, তারাও তাকে নানাভাবে হেয় করতো।

এসব কিছুর পরও চারমাস আগে লিমারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। লিমার নিজের বেতন থেকে প্রতি মাসে ৫০ ডলার জমা করছে কাইলির অস্ত্রোপচারে সাহায্যের জন্য প্রচারণা চালাতে। ওই অস্ত্রোপচারের জন্য দরকার হবে প্রায় ১২ লাখ ১৭ হাজার টাকা (১৫ হাজার ডলার)। এখন পর্যন্ত তারা প্রায় ২ লাখ ৮৪ হাজার টাকা (তিন হাজার ৫০০ ডলার) সংগ্রহ করতে পেরেছেন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, বয়স বাড়লেও কাইলির কোনো দিন ঋতুচক্র আসেনি। এ সমস্যা নিয়ে তিনি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন, তার শরীরে জরায়ু, গর্ভাশয় এমনকি যৌনাঙ্গের কোনো প্রবেশদ্বার নেই। এ অবস্থায় সন্তান জন্ম দেয়ার মতো তার কোনো ক্ষমতা নেই। তবে চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আর এ কারণেই অর্থ সংগ্রহে নেমেছেন কাইলি, তার বোন ও প্রেমিক।

বোন আমান্দার সঙ্গে কাইলি

নর্দার্ন অ্যারিজোনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট শিক্ষার্থী কাইলি মোটস বলেন, ‘আমি কোনো দিন সন্তানের মা হতে পারব না, এ বিষয়টি আমাকে অন্য নারীদের চেয়ে আলাদা করে রেখেছে। কারণ, অন্য নারীরা যে কাজে সক্ষম, আমি তা নই।’

অস্ত্রোপচারের মাধ্যমে নিজের যৌনাঙ্গের প্রবেশদ্বার তৈরিতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ‘গোফান্ডমি’ নামে একটি পেজ খুলেছেন কাইলি। কাইলি মোটসের বোন আমান্দা মোটস ‘গোফান্ডমি’ পেজে লিখেছেন, ‘আমার বোনের জীবনে নাটকীয়ভাবে পরিবর্তন আসতে পারে। তাকে ভালো করতে যে কেউ অংশ নিতে পারেন।’

নিজের স্বাভাবিক যৌনাঙ্গ নেই, এ কথা শোনার পর তা প্রেমিক রব্বি লিমারকে বলতে বিব্রতবোধ করেছিলেন কাইলি। রব্বির কেমন প্রতিক্রিয়া হবে, এই ভয়ে ছিলেন তিনি। তবে সব শোনার পর কাইলির পাশেই দাঁড়িয়েছেন রব্বি।

রব্বি বলেন, ‘যখন ও (কাইলি) আমাকে বিষয়টি জানিয়েছে, তার আগে থেকেই আমি তাকে ভালোবাসি। তাই তার এই সংবাদ আমার ভালোবাসা এতটুকু ক্ষুণ্ন করতে পারেনি। তার প্রতিটি পদক্ষেপেই আমি সঙ্গে আছি। আমি এই ভেবে বিস্মিত হয়েছি, সে কখনোই নিজেকে আলাদাভাবে বিবেচনা করেনি। তাকে দেখে আমি প্রতিনিয়ত উৎসাহ পাই।’

প্রথমে কাইলি যখন জানতে পেরেছিলেন, তিনি কখনো মা হতে পারবেন না; তখন তাকে মা হতে সাহায্য করতে নিজের গর্ভে বোনের সন্তান ধারণের প্রস্তাব দিয়েছিলেন আমান্দা। কাইলির অস্ত্রোপচার হলে হয়তো তা আর প্রয়োজন হবে না। তবে নিজেকে নিয়ে এখনো শঙ্কা কাটেনি তার। এই তরুণী বলেন, ‘আমি ধরেই নিয়েছি যে আমি কখনো সন্তান ধারণ করতে পারবো না। কিন্তু জীবনের এই দিকটা খুবই দুঃখজনক। এমন দুঃখ যেন আর কারো জীবনে না আসে।’

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও