ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাপরিচালক বরাবর প্রাথমিক শিক্ষকের খোলা আবেদন


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৭:১৫ পিএম
মহাপরিচালক বরাবর প্রাথমিক শিক্ষকের খোলা আবেদন

তারিখঃ ২১/১০/২০১৭ খ্রিঃ
বরারবর,
মহাপরিচালক,
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,
ঢাকা,বাংলাদেশ।
বিষয়ঃ প্রাথমিক শিক্ষকদের মৌলিক দাবি/আবেদন পূরণে অগ্রণী ভূমিকা পালনের আবেদন।
মহাত্মন,
যথাবিহিত সন্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার অধিন্যস্ত ১২নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঘোড়াঘাট দিনাজপুর’র একজন সহকারি শিক্ষক।আমি নিজেকে শুধু বাংলাদেশের একজন প্রাথমিক শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই(কোন সহকারি/প্রধান শিক্ষক নয়)।

 ★ প্রাথমিক শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকারের আপন একজন প্রধান মূখপাত্রের ভূমিকা পালন করছেন।আপনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রাথমিক শিক্ষায় একটি গতিশীলতা লক্ষ করছি যা এখানে দু’কলম লিখে প্রকাশ করা সম্ভব নয় এবং তা প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সদস্যগণ অবগত।আপনি শুধু একজন যোগ্য, দক্ষ প্রশাসকই নন পাশাপাশি আপনি ব্যাক্তিগত,পারিবারিক
ও সামাজিক জীবনের দিক থেকেও সকল মানবিক গুণাবলীর অধিকারসম্পন্ন,যা আপনার কর্মযজ্ঞে লক্ষণীয়।

 ★ “শিক্ষা জাতির মেরুদন্ড” যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এ কথা জলের মতো পরিষ্কার।শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষা,প্রাথমিক শিক্ষা যদি মানসম্মত না হয় উপরের শিক্ষা কখনই মানসম্মত হবে না।শিক্ষা জাতির মেরুদন্ড এবং মেরুদন্ডের কারিগর আমরা শিক্ষক তথা শিক্ষার ভিত্তি স্থাপনকারি প্রাথমিক শিক্ষক এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই।সেই কারিগর যখন আত্মসন্মান নিয়ে দূঃচিন্তায় থাকেন সেক্ষেত্রে কাঙ্খিত শিক্ষার মান নিঃচিত করতে কিছুটা হলেও ব্যহত হয়।

 ★ তুলনামূলক, বেতন ভাতা অন্যান্য দপ্তরের জনবলের থেকে প্রাথমিক শিক্ষকদের অনেক কম,বিশেষ করে প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন ভাতা একেবারেই নিম্নমানের।এই,এস,সি পাশ অন্য দপ্তরের একজন ২য় শ্রেণির পদমর্যাদা অথচ আমাদের প্রাথমিকে প্রধান শিক্ষক পদ শুধু নামে ২য় শ্রেণির(বেতন ভাতা দিয়ে নয়) কাজে নেই আর সহকারি শিক্ষক পদটি যে কোন শ্রেণির তাও সুস্পষ্ট নয়!!

 ★ বাংলাদেশ সরকারের এমন কোন দপ্তর নেই যেখানে প্রাথমিক শিক্ষকদের ব্যবহার করা হয় না,অবশ্য এ আমি নেতিবাচক দিক হিসাবে দেখি না বরং ইতিবাচক হিসাবে নিয়ে নিজে গর্ববোধ করি।বিদ্যালয়ের কার্যক্রমের বাইরেও আমরা প্রাথমিক শিক্ষক সাফল্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করি।যেমনঃ স্বাস্থ্য সেবা, স্থানিয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন,আদমশুমারী, পরিবারের সংখ্যা(খানা গণনা),অতি সম্প্রতি ভিক্ষুক জরিপ সহ অসংখ্য দায়িত্ব সততার সাথে পালন করি আমরা প্রাথমিক শিক্ষকগণ এবং এসব কার্যক্রম চলমান।

 ★ বাংলাদেশের সকল দপ্তরেরর জনবল দু’দিন সাপ্তাহিক ছুটি ভোগ করেন।আমাদের সাপ্তাহিক ছুটি মাত্র একদিন।অন্যান্য দপ্তরের সময়সূচী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।আমাদের সকাল ৯টা থেকে ৪;৩০টা পর্যন্ত। অন্যান্য দপ্তরের জনবল এখনো মনে করেন বৃহঃবার অর্ধকার্যদিবস।কোন কাজে গেলে ২টার পর অধিকাংশ জনবলকেই কর্মস্থলে পাওয়া যায় না,বাস্তবতা।

 ★ একটি ক্ষুদে শিক্ষার্থীকে দীর্ঘসময় বিদ্যালয়ে ধরে রাখা কষ্ট করে সম্ভব কিন্তু,আসল উদ্দেশ্য ব্যহত হয়।তারা দীর্ঘসময় বিদ্যালয়ে অবস্থানের কারণে বিশেষ করে ৩টার পর শিক্ষার্থী প্রায় অমনোযোগী হয়ে পড়ে।সে কারণে তাদের সঠিকভাবে শিক্ষা দান করা একজন শিক্ষক হিসাবে খুবই কষ্টসাধ্য বলে আমি মনে করি।

 ★ অন্যান্য দপ্তরে একজন পিয়ন পদোন্নতি পেয়ে কর্মকর্তা পর্যন্ত হোন। আমাদের ক্ষেত্রে শুধু সহকারি শিক্ষক পদ থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি হতে পারি তাও আইনি জটিলতায় দীর্ঘ্যদিন ধরে পদোন্নতি বন্ধ আছে।পদোন্নতির বিষয়টি পরিষ্কার করি, কাউকে ছোট করার জন্য তুলনামূলক চিত্র তুলে ধরছি না বরং আমাদের ক্ষেত্রে বৈষম্যমূলক চিত্র তুলে ধরলাম মাত্র।

 ★ বাংলাদেশের এখনো অনেক উপজেলা/জেলা/বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে বিশেষ করে অফিস সহকারিদের দূর্নীতির মনোভাব এখনো বিদ্যমান(তবে সবাই না) যেমনঃ কোন কাগজপত্রাদি প্রেরণ করলে অনেক সময় এক মাস পরে ডকেট করা, উৎকোচের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যাওয়ার অভিনয় করে ইত্যাদি হয়রানির স্বীকার হোন।এ জন্যই আমাদের দিনাজপুর জেলার সনামধন্য সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব Saifuz Zaman স্যার, তৎকালীন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব সমেশ চন্দ্র মজুমদার স্যারের সহযোগিতায় একটি “শিক্ষক সহায়তা কেন্দ্র” স্থাপন করেছেন।যেখানে দায়িত্ব আছেন ঐ অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ আতাউর রহমান।যার সুফল ভোগ করছি আমরা দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষক।

 ★ উপরোক্ত সার্বিক দিক বিবেচনায় প্রাথমিক শিক্ষকদের অসংখ্য মৌলিক দাবি/আবেদনের মধ্যে নূন্যতম কয়েকটি মৌলিক দাবি/আবেদন বিনয়ের সাথে তুলে ধরছিঃ

 ★ (১) প্রধান শিক্ষক পদটি শুধু নামে নয়,সত্যিকারের(২য় শ্রেণির বেতন ভাতা সহ) ২য় শ্রেণি পদমর্যাদা করা, ★ (২) সহকারি শিক্ষক পদের বেতন ভাতা প্রধান শিক্ষকের বেতন ভাতার পরের ধাপে নির্ধারণ করা,

 ★ (৩) প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচী পরিবর্তন করে সকাল ১০টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত করা/সকাল ০৯টা থেকে বেলা ০২টা পর্যন্ত বিদ্যালয় সময়সূচী পরিবর্তন করা,  

★ (৪) সহকারি শিক্ষকদের পদোন্নতির মাধ্যম সর্বোচ্চ  পদে পদোন্নতির প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা,

 ★ আপনি আমাদের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকের অভিভাবক/পিতা-মাতা,আমরা আপনার অধিন্যস্ত কর্মচারী/সন্তানতূল্য সে কারণে আপনিই আমাদের মৌলিক দাবি/আবেদনের বিষয়ে সরকারের নিকট পৌঁছানোর মূল কান্ডারী।আমার বিশ্বাস প্রাথমিক শিক্ষার কান্ডারী, বর্তমান সরকার প্রধান,বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা মহোদয় আপনার( জনাব, Mostofa Kamal মহোদয়) মাধ্যমে উপস্থাপিত বিষয়
গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

অতএব প্রার্থণা আমাদের মাত্র ক’টি মৌলিক দাবি/আবেদন পূরণে সরকারের নিকট মূল কান্ডারীর ভূমিকা পালন করতঃ প্রথমিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও প্রাথমিক শিক্ষকদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করণে আপনার  সুমর্জি হয়।

বিনীত নিবেদক,
Md Faruk Hossain
সহকারি শিক্ষক,
১২ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদদ্যালয়,
ঘোড়াঘাট, দিনাজপুর।

গো নিউজ২৪/এবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা