ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহানায়কের জীবনী লেখার অনুমতি দেয়নি পরিবার


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৯:২২ পিএম
মহানায়কের জীবনী লেখার অনুমতি দেয়নি পরিবার

বাংলা চলচ্চিত্রের এক মহানায়ক রাজ রাজ্জাক। অভিনয় গুণে চলচ্চিত্রে নিজের অবস্থান করে নিয়েছেন শক্তিমান অভিনেতাদের কাতারে। সেই সাথে মন জয় করেছেন কোটি কোটি ভক্তের। তার অভিনয় ও ব্যক্তিজীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ঘটনা। এ অভিনেতার জীবন এক মলাটে লিপিবদ্ধ করতে উদ্যোগ নিয়েছেন গুণী নির্মাতা ছটকু আহমেদ।

২০১৮ সালের একুশে বইমেলায় বইটি প্রকাশ করার ঘোষণা দিয়েছিলেন এই নির্মাতা লেখক। কিন্তু তাকে নায়করাজ রাজ্জাকের জীবনীভিত্তিক বই লেখার অনুমতি দেয়নি রাজ পরিবার। এমনটাই জানান নায়ক বাপ্পারাজ।

নায়ক রাজের জীবনী লেখার জন্য অনুমতি দিয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে বাপ্পারাজ বলেন, ‘আমরা তাকে লেখার জন্য অনুমতি দেইনি। তিনি (ছটকু আহমেদ) কোথা থেকে জীবনী লিখছেন আমি জানি না। আব্বার সাথে যারা বেশি জড়িত ছিলেন তাদের কাছে তিনি যেতে পারেননি।’

তাহলে কি রাজ্জাক জীবদ্দশায় লিখিত কোনো অনুমতি দিয়ে গেছেন? এমন প্রশ্নের উত্তরে বাপ্পারাজ বলেন, ‘না, আব্বা কোনো লিখিত অনুমতি দিয়ে যাননি। আমাদের কাছ থেকেও তিনি কোনো অনুমতি নেননি। আমরা আগে লেখা দেখব তারপর অনুমতির কথা ভাবব। আর আমরা চাচ্ছি না তিনি এটা লিখুক।’

তিনি আরো বলেন, ‘আব্বা জীবিত থাকা অবস্থায় তিনি এটা লিখতে চেয়েছেন। তখন আব্বা বলেছিলেন লিখে নিয়ে আসেন দেখি। এর মানে এই নয় যে, জীবনী লেখার অনুমতি তাকে দেয়া হয়েছে। আব্বা যতদিন জীবিত ছিলেন তখন কিন্তু তিনি লিখে নিয়ে আসতে পারেননি। এখন কিছু লিখতে হলে আমাদের অনুমতি নিতে হবে।’

১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার উত্তাল সময়ে নতুন জীবন গড়তে সাধারণ মানুষের মতো আবদুর রাজ্জাক স্ত্রী ও শিশু সন্তান বাপ্পাকে নিয়ে ঢাকায় আসেন। জীবনে নানারকম সংগ্রামের পর সফলতা লাভ করেন নায়করাজ। উপহার দেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। হয়েছেন চলচ্চিত্রের কিংবদন্তি। এটা যে কারো কাছেই গল্প বলে মনে হতে পারে। রাজ্জাক অসীম মনোবল, অমানুষিক পরিশ্রম আর মমতার মাধ্যমে ঠিকই নিজের লক্ষ্যে পৌঁছান। গত ২১ আগস্ট কোটি ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি।

গো নিউজ২৪/কাসা

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী