ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মন্ত্রীরা ভাবেন দেশটা বিনোদন কেন্দ্র’


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: মে ৩, ২০১৭, ০৩:৫২ পিএম আপডেট: মে ৩, ২০১৭, ০৯:৫২ এএম
‘মন্ত্রীরা ভাবেন দেশটা বিনোদন কেন্দ্র’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মন্ত্রী, আমলা এবং সরকারি প্রশাসনিক কর্মকর্তারা দেশকে বিনোদন কেন্দ্র ভাবেন।  হাওর অঞ্চলে এখনও মানুষের দুর্ভোগ চরমে। অথচ হাঁস-মুরগী প্রতিপালন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবরা অস্ট্রেলিয়ায় গেছেন। আর হাওর অঞ্চলের ডিসি তো ছিলেন বিদেশে। সত্যি বলতে তারা এই দেশটাকে একটা বিনোদন কেন্দ্র মনে করেন। এখানে উপার্জন করে বিদেশে গিয়ে ঘোরাই তাদের কাজ।’

বুধবার (৩ মে) বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই তো নিজের দলের সদস্যদের উদ্দেশ্য করে বলে দিয়েছেন— ‘যা আয় করেছো, ক্ষমতায় না থাকলে বিদেশে পালাতে হবে।’ তার এ কথাতেই নিজেদের দুর্নীতির বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। দুর্নীতির কথা তারা এখন নিজেরাই বলতে শুরু করেছেন। দেশের কী দুরবস্থা করেছেন তারা, সেইসব কুকীর্তি তাদের মুখ থেকেই বেরিয়ে আসছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর আশাব্যঞ্জক হয়নি জানিয়ে দেশটির সঙ্গে চুক্তির বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে পানির সমস্যার সমাধান হবে বলে আশা করেছিলাম আমরা। কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি, আর হবেও না। অথচ যে বিষয়গুলো নিয়ে আমরা ভারতের সঙ্গে পানি নিয়ে দরকষাকষি করতে পারতাম সেগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ভারতবিরোধী নই। ভারত আমাদের প্রতিবেশী, তারা আমাদের যুদ্ধে সহযোগিতা করেছিল। তারা আমাদের বন্ধু। তার মানে এই নয়, আমি নতজানু হয়ে সবকিছু বিলিয়ে দিবো। তাদের বিরুদ্ধে না, আমরা নিজেদের স্বার্থ নিয়ে কথা বলছি।’

‘দেশে আইনের কোনও শাসন নেই’— প্রধান বিচারপতির এমন বক্তব্যের সঙ্গে একমত হয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রতি পদে পদে বিচার বিভাগে হস্তক্ষেপ করছে সরকার। আপিল বিভাগকে অচল করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিচার বিভাগের ওপর সরকারের প্রশাসনিক বিভাগ প্রভাব বিস্তার করছে। এর কোনও জবাব সরকার দিতে পারবে না। পরিবর্তন চাই এই দেশের। পরিবর্তন চাই এই সরকারের, যারা সমাজ ও দেশকে কলুষিত করেছে।’

আলোচনা সভার আয়োজক বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাকর্মীরা।


গো নিউজ২৪/এএইচ

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন