ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মধুপুরে আরেক ‘নির্ভয়া’কাণ্ড!


গো নিউজ২৪ | ওমেন’স কর্নার ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৭, ০৯:৩৮ পিএম
মধুপুরে আরেক ‘নির্ভয়া’কাণ্ড!

টাঙ্গাইল: দিল্লীতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণের পর হত্যা করে রাস্তায় ছুঁড়ে ফেলার ঘটনা শুধু ভারতেই নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। নির্ভয়ার ধর্ষকদের দ্রুততম সময়ে সাজাও হয়েছে।

তবে এতোকিছুর পরেও চলন্ত বাসে ধর্ষণ কিন্তু থামেনি। দিল্লীর ওই ঘটনার পর বাংলাদেশেও ঘটেছে একই কায়দায় ধর্ষণ ঘটনা। বলা যায় ঘটেই চলেছে। সর্বশেষ ঘটলো টাঙ্গাইলের মধুপুর বনে।

গত ২৫ আগস্ট বগুড়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে কর্মস্থল ময়মনসিংহ ফিরছিলেন ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের ছাত্রী ইউনিলিভারের কর্মকর্তা রূপা। বগুড়া থেকে ময়মনসিংহগামী ছোঁয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি টাঙ্গাইলে পৌঁছলে চলন্ত বাসেই চালক, হেলপার, সহকারী মিলে পর্যায়ক্রমে ধর্ষণ করে রূপাকে।

চলন্ত বাসের ভেতরেই ধর্ষণের ওই ঘটনা চলতে থাকে কালিহাতি থেকে মধুপুর পর্যন্ত। মধুপুর পৌঁছালে সব ধর্ষণ করা শেষ হয়। এরপর তারা রূপার ঘাড় মটকে, মাথা থেতলে রাস্তায় ছুঁড়ে ফেলে।

ঘটনার পরদিন ২৬ আগস্ট সকালে মধুপুর বনের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে রূপার লাশ উদ্ধার করে পুলিশ। বেওয়ারিশ হিসেবে তাকে সেখানে দাফনও করা হয়। তবে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে, চার দিন আগে চলন্ত বাসে দলবেঁধে ধর্ষণের পর রূপাকে নির্মমভাবে হত্যা করা হয়।

তদন্তের সূত্র ধরেই ছোঁয়া পরিবহনের চালক ও হেলপারসহ ৫ জনকে গ্রেপ্তার করে মধুপুর থানা পুলিশ। এর মধ্যে তিন আসামি ধর্ষণ ও হত্যার দায় স্বীকারও করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিশাচরা বলেছে, কালিহাতী থেকে মধুপুর পর্যন্ত রাস্তায় চলন্ত বাসে রূপাকে এক এক করে রেপ করা হয়। রেপ শেষে মেয়েটি তাদের কাছে অনুনয় বিনয় করে বলেছিল, সঙ্গে যা টাকা পয়সা আছে, তা নিয়ে যেন তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু ধর্ষণকদের মন গলেনি। বাসের কর্মচারীরা রূপার ঘাড় মটকে, মাথা থেঁতলে হত্যা করে লাশ রাস্তায় ফেলে চলে যায়।

এর আগে সাভারে, নারায়ণগঞ্জে একই ভাবে চলন্তবাসে গণধর্ষণের শিকার হয়েছেন গৃহবধূ ও তরুণী। কিন্তু এর কোনো শেষ হচ্ছেই না।

গোনিউজ২৪/এন 

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!