ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মতলব উত্তরে ই-মিউটেশনের উপর আইটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


গো নিউজ২৪ প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ১২:৩৮ এএম
মতলব উত্তরে ই-মিউটেশনের উপর আইটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সম্প্রতি মতলব উত্তরে ই-মিউটেশনের উপর আইটি বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মতলব উত্তর এসি ল্যান্ড অফিসের সকল কর্মকর্তাদের ই-মিউটেশনের উপর প্রশিক্ষন প্রদান করেন ভূমি সংস্কার বোর্ডের সিনিয়র সহকারী সচিব আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ। 

এ সময় আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা সহজ হবে। তিনি আরো বলেন, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং জনভোগান্তি ও দুর্নীতি কমাতে সংশ্লিষ্ট সেবাপ্রদানকারীদের ইতিবাচক মনোভাব নিয়ে এগুতে হবে। তাই আমরা ভূমি সেবাকে ডিজিটালাইজড করেছি। দেশের মানুষ ভূমি সংক্রান্ত সকল সেবা একই স্থান থেকে নিতে পারবে।

সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমনের সভাপতিত্বে এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়র ভূমি অফিসের ভূমি কর্মকর্তা ও সহকারী ভূমি কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, ভূমি মালিকানা নির্ধারণ আরও সহজ, জনভোগান্তি ও দুর্নীতি কমিয়ে ভূমির মিউটেশন আধুনিকায়ন করা। সেবা গ্রহীতারা অনলাইনে মিউটেশন সম্পন্ন করার সুফল ভোগ এবং ডিজিটাল পদ্ধতিতে নামজারি ও জমাভাগ আরও সহজ করা। ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন, জনভোগান্তি এবং দুর্নীতি কমাতে সেবা প্রদানকারীদের পজেটিভ মাইন্ড নিয়ে সামনের দিকে এগুতে হবে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা সহজ হবে।

সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন বলেছেন, ভূমি ব্যবস্থাপনা যতটা না জটিল তার চেয়ে ভূমি বিষয়ে সাধারণ মানুষের অজ্ঞতা মধ্যস্বত্বভোগীর দুর্নীতি ভূমি ব্যবস্থাকে আরও জটিল করে রেখেছে । অত্যন্ত আশার কথা হলো এই যে বতর্মান সরকার ও ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনাকে সহজ, জনগনবান্ধব করার জন্য আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে বদ্ধ পরিকর । ডিজিটাল বাংলাদেশ রূপায়নে ডিজিটাল ভূমি প্রশাসন অত্যাবশ্যক। সার্বিক এই অনুকূল পরিবেশে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে পরিকল্পনা ও ব্যবহার শুরু করেছি । বিদ্যমান সিস্টেম ও আইন-কানুনকে অক্ষত রেখেই পাশাপাশি সেবা প্রদানের পদ্ধতির প্রযোজ্য অংশে ডিজিটালাইজেশন এই ওয়েবসাইট ও অটোমেশন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করছি । এটিই সবর্জনগ্রাহ্য মডেল হবে, এটা আমরা আশা করি না, তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ডিজিটালাইজেশনের যে সূচনা হতে যাচ্ছে তার ধারাবাহিকতায় একদিন সত্যিই একটি সবর্জনগ্রাহ্য ভূমি ব্যবস্থাপনার ডিজিটাইজড পদ্ধতি চালু হবে, মানুষের দুর্ভোগ দুর হবে এবং সাধারণ জনগণ হাসিমুখে ভূমিসেবা গ্রহণ করবে এটাই আমাদের চরম আকাক্ষিত স্বপ্ন।

গো-নিউজ২৪/বিএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা