ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় অতি জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৭, ০৮:৫০ পিএম
ভোলায় অতি জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলা প্রতিনিধি: টানা পাঁচ দিন বর্ষণ ও অতি জোয়ারে পানিতে তলিয়ে গেছে ভোলায় জেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। এতে পানিবন্দি হয়ে পরেছেন লাখো মানুষ। পানিতে ভেসে গেছে পুকুরের ও ঘেরের মাছ এবং তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি।

সোমবার (২৪ এপ্রিল) মেঘনা ও তেতুঁলিয়ার পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি প্রবাহের স্বাভাবিক মাত্রা হলো ২০০ সেন্টিমিটার। এছাড়া ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বাঁধের ভেতর ও বাইরের নিচু এলাকা।

এদিকে অস্বাভাবিক জোয়ারের কারণে তলিয়ে গেছে বিভিন্ন এলাকায় ফসলি জমি। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। টানা বর্ষণে গৃহবন্দি হয়ে পড়েছে দিনমজুররা। কাজে যেতে না পারায় তাদের জীবনে নেমে এসেছে দুর্ভোগ।

প্লাবিত এলাকাগুলোর মধ্যে মনপুরা উপজেলার মনপুরা ও হাজিরহাট ইউনিয়নের কুলাগাজির তালুক, কাউয়ারটেক, ঈশ্বরগঞ্জ, সোনার চর, দাসের হাট, কলাতলীর চর, পূর্ব ও পশ্চিম আন্দির পাড়, মাঝের গ্রাম, ভোলা সদরের মাঝের চর, রামদাসপুর, রাজাপুর, দৌলতখান উপজেলার হাজিপুর, মেদুয়া, নেয়ামতপুর, মদনপুর এবং চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ, আছলামপুর, হাজারীগঞ্জ, জাহানপুর, চরকলমী, মজিবনগর, ঢালচর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এছাড়া ঝড়ো বাতাসে ভোলার সদরের ধনিয়া ও চরফ্যাশন উপজেলার কয়েকটি ইউনিয়নে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে হাজারো ঘরবাড়ি।

ভোলা পানি উন্নয়ন বোর্ডে (ডিবিশন-২) নির্বাহী প্রকৌশলী কাওসার হোসেন জানান, এটি মৌসুমের সর্বোচ্চ জোয়ার। মেঘনা ও তেতুঁলিয়ার পানি স্বাভাবিকের চেয়ে ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অমবশ্যায় সৃষ্ট জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া বর্ষার পানি সরে না যাওয়ায় বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

ভোলা আবহাওয়া অফিসের সিনিয়র আবজারভার মো. মনির হোসেন জানান, বর্তমানে ভোলায় ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত চলছে। বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়া আরো দুই-তিন দিন থাকতে পারে।

এদিকে সকাল থেকে আবহাওয়া কিছুটা ভাল থাকলেও দুপুরের পর থেকে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাস বয়ে যায়। এতে বেশ কিছু এলাকার কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে বেশ কিছু গাছ পালা। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে জেলার ৫ উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিপর্যয় নেমে আসায় অনেক স্থানে আলো জ্বলছে না।

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা