ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোট ডাকাতি দেখতেই শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৪:২৩ পিএম আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৭, ১০:২৩ এএম
ভোট ডাকাতি দেখতেই শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি

রংপুর: বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে বিএনপির প্রার্থীকে হয়রানি করতে ঋণ খেলাপির মিথ্যে অভিযাগ এনে সরকার তাকে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু সেটা পারেনি।  নির্বাচনের জন্য এখনো সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি।  কারণ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তাদের পোলিং এজেন্টদের হুমকি-ধামকি দেয়া হচ্ছে। বলা হচ্ছে যে ভোট দিয়ে লাভ হবে না। এমনকি তাদের নির্ধারিত পথসভার জায়গায় আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে।

রোববার দুপুরে শহরের গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘যে সরকার নির্বাচনের দশদিন আগে প্রার্থিতা নিয়ে খেলা করে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় সেখানে বোঝাই যায় এ সরকার চায় না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা এককভাবে নির্বাচন করতে চায়। তবুও সরকারের ভোট ডাকাতি দেখতেই শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বিএনপি।’

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, ‘বিএনপি প্রার্থী চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। স্বভাবতই একজন প্রার্থী চা খেতে গেলে সেখানে বিভিন্ন লোকজন এগিয়ে আসতেই পারে। সেটা নাকি বিএনপি প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। অথচ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ প্রার্থী বিভিন্ন জায়গায় আলোকসজ্জাসহ রাত ১০-১১টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালালেও প্রশাসন হস্তক্ষেপ করছে না।’

এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুসহ স্থানীয় বিএনপির নেতৃরা উপস্থিত ছিলেন।

গোনিউজ/এমবি

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন