ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভোট কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ সাক্কুর


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ১১:৩৩ এএম
ভোট কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ সাক্কুর

আজ সকাল ৮টা থেকে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে ইতোমধ্যে নিজেদের ভোট প্রয়োগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও  বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু।

সকাল ৯টার দিকে কুমিল্লা মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন আঞ্জুম সুলতানা সীমা। বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে হোচ্ছা মিয়া হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন মো. মনিরুল হক সাক্কু ।

 

এদিকে ভোট দেয়ার পর মনিরুল ইসলাম সাক্কু অভিযোগ করে বলেন, বিভিন্ন ভোট কেন্দ্রে তাঁর এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। তিনি আরও বলেন, নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারা হচ্ছে। বিএনপির ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশ্বাস দিলেও এর প্রতিফলন দেখছি না। নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, ৫, ১৫, ২১, ২৪, ২৬, ২৭নং ওর্য়াডের কেন্দ্রে ঢুকে জাল ভোট দেয়া হয়েছে বলে খবর পেয়েছি। সাক্কু আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো ফলাফল মেনে নেব। তবে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে নির্বাচন বর্জন করবো।

কুমিল্লা সিটি কর্পোরেশনে রয়েছে ২৭টি ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত আসন। ভোটকেন্দ্র আছে ১০৩টি। সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। ওই সিটিতে নারী ভোটারের সংখ্যা একলাখ পাঁচ হাজার ৪৪৭ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ দুই হাজার ১১৯ জন।

নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী ছাড়াও রয়েছেন ১১৪ জন কাউন্সিলর প্রার্থী ও ৪১ জন সংরক্ষিত কাউন্সিল প্রার্থী। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

গো-নিউজ২৪/বিএস

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন