ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভিতুর ডিম


গো নিউজ২৪ প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৬, ০৭:৪২ এএম আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ০৬:১২ এএম
ভিতুর ডিম

 

“ভিতুর ডিম”

 

আমি স্বপ্ন দেখি জয় করিব সূদুর হিমালয়

না থাক সেতো বরফের দেশ

নেইকো লোকালয়।

 

তারচেয়ে বরং ভেসে বেড়াই দেখি সমুদ্রের জল

কিন্তু যদি ফিরে না আসি

দেখা না পাই আর স্থল।

 

সংকল্প এবার দেখব আমি আমাজনের জঙ্গল

সেথায় তো আছে সাপ-বিচ্ছু

আর হায়ানার দঙ্গল।

 

ভাল হয় যদি দেখিতে যাই মরুভুমি সাহারা

তপ্ত গগনে মরীচিকার মাঝে

যদি হই দিশেহারা।

 

থাক তবে আমি পুণ্য লাভে তীর্থ ভ্রমন করি

শুনি যে সেথায় পদপিষ্টে নাকি

মারা যায় ভুরিভুরি।

 

তারচেয়ে ভাল ঘরে বসে শুনি বৃষ্টির রিমঝিম

সাহসী আমি ভয় পাই নাকো

নইকো ভিতুর ডিম।

 

-------বোরহান উদ্দীন-------

 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস