ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাষার মাসে এলো বাংলা সফটওয়ার ‘POS’


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ১১:৫০ এএম
ভাষার মাসে এলো বাংলা সফটওয়ার ‘POS’

মহান একুশে ফেব্রুয়ারি ও ভাষার মাসে এবার ব্যবসা ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাংলা ভাষার সফটওয়্যার নিয়ে এসেছে সোনালী ইনফরমেশন টেকনোলজী।

‘পয়েন্ট অব সেল’ Point Of Sale (POS) নামে পণ্য ক্রয়-বিক্রয়ের এই সফটওয়ারের মাধ্যমে ব্যবসার যাবতীয় রেকর্ড রাখা যাবে। একই সঙ্গে কর্মচারী ও মজুদ ব্যবস্থাপনা, লাভ-ক্ষতি কিংবা দেনা-পাওনার হিসাব রাখাও হবে সহজ ও দ্রুত।

এর মডিউলগুলো সাজানো হয়েছে ছোট-বড় যে কোনো প্রতিষ্ঠানের প্রয়োজনের কথা মাথায় রেখে। তাছাড়া যে কোনো কম্পিউটার সিস্টেমে চালানো যাবে, বিধায় ব্যবসায়ী ও কর্ম পরিশ্রমে ব্যবসার হিসাবও রাখা যাবে।

পয়েন্ট অব সেলের প্রস্তুতকারী প্রতিষ্ঠান সোনালী ইনফরমেশন টেকনোলজীর প্রধান নির্বাহী হাসান রহমান জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সর্বস্তরে বাংলাভাষার ব্যবহারের বিষয়টি মাথায় রেখেই সফটওয়ারটি বাজারে আনা হয়েছে। বিশেষ করে বহু শাখা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলাভাষার এ সফটওয়ার হিসাব সংরক্ষণের জটিলতা দূর করবে।

বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাও রয়েছে পয়েন্ট অব সেলে সফটওয়্যারে। সহজ সরল উপস্থাপনার ফলে অল্প প্রশিক্ষণেই যেকোনো কর্মচারী খুব সহজে এটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাজগুলোকে সহজ করে নিতে পারবেন।

বিভিন্ন কারখানা, ইন্টারনেট/কেবল সংযোগ প্রদানকারী, ফ্যাশন হাউস, ডিপার্টমেন্টাল স্টোর, গাড়ি বিক্রেতা, ই-কমার্স, সংবাদপত্র, বিজ্ঞাপনী ও প্রকাশনা সংস্থা, হাসপাতাল, ওষুধ প্রস্তুতকারক, বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠান এবং খুচরা ও পাইকারী বিক্রেতারা সহজেই এ সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।

পয়েন্ট অব সেলের বিশেষত্ব হচ্ছে: *সারাদিনের হিসাব রাখা যাবে। এতে কাগজ কলমের আর প্রয়োজন হবে না। *পণ্যের মজুদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে। *ক্যাশ মেমো, চালান তৈরি এবং PDF ফাইল সেভ ও সরাসরি প্রিন্ট করা যাবে। *মোট ব্যালেন্স, স্টকের হিসাব, বাকি, ধার, ব্যাংকের প্রয়োজনীয় হিসাব রাখা যাবে। *ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের বিবরণ; ক্রয় ও বিক্রয় মূল্য। *বিভিন্ন দিবসে ক্রেতাকে এসএমএস করে অফার সম্পর্কে জানানো যাবে। *সহজ সরল ভাষায় সমস্ত কমান্ড বাটন। *চমৎকার বর্ণিল গ্রাফিক্যাল উপস্থাপনা লেনদেনের যাবতীয় তথ্য প্রদর্শনে সক্ষম। *বিভিন্ন ইউজারের মাধ্যমে যে কেউ ব্যবহার করতে পারবে। *দিন শেষে সকল তথ্যের ব্যাকআপ নেয়া যাবে। *গ্রাহকের তালিকা ও ঠিকানা রাখা যাবে। পাশাপাশি থাকছে অনেক ধরনের রিপোর্ট।

সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে: সোনালী ইনফরমেশন টেকনোলজী, ৫১ সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ওয়েব: www.sonaliit.com

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক