ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারী বর্ষণে কৃষকের স্বপ্ন শেষ


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০৮:০৯ পিএম
ভারী বর্ষণে কৃষকের স্বপ্ন শেষ

মাদারীপুর: কৃষক বাবুল ফকিরের পরিবারে রয়েছে ৮ জন সদস্য। সবার মুখে দু’মুঠো ভাত তুলে দিতে প্রায় ৩ মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে জমিতে বিভিন্ন সবজির চাষাবাদ করেছিলেন।  সবজির ফলন ভালোই হয়েছিল।  কিন্তু টানা ৪৮ ঘণ্টার ভারী বর্ষণে তার সকল সবজির ক্ষেত তলিয়ে যায়।  এতে সবজি নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে তার স্বপ্নও শেষ হয়ে যায়।  ব্যাপক ক্ষতির মুখে পরে তিনি দিশেহারা হয়ে এখন শুধু কান্না করছেন।  কোনো সান্ত্বনাতেই যেন তার কান্না থামছে না।

রোববার সরেজমিনে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর আলীমাবাদ গ্রামের সেকান্দার ফকিরের ছেলে অসহায় কৃষক মো. বাবুল ফকিরের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা যায়।

বাবুল জানান, দুই একর জমিতে তার স্ত্রীর সহযোগীতায় করলা, লাউ, টমেটো, বাধাকপি ও লাল শাকসহ বিভিন্ন প্রকার শীতকালীন সবজি চাষাবাদ করেছিলেন। তিনি ওই সকল সবজি চাষাবাদ করার জন্য এনজিও আশা ও ব্র্যাক থেকে দুই লাখ টাকা ঋণ নেন।  কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তাকে এক বিন্দু ছাড় দিল না।  টানা ৪৮ ঘণ্টার ভারী বর্ষণে ওই সবজি ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যায়।  এতে করে সকল সবজি নষ্ট হয়ে যায়। 

শুধু কৃষক বাবুল ফকিরই নয় তার মতো একই অবস্থা ওই এলাকার মো. ইউসুফ খার।  তার ১ একর জমির সবজি ক্ষেত ভারী বর্ষণে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে।  তারা এখন একটু সহযোগিতার জন্য বিভিন্ন মানুষের দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু পাননি কোনো সহযোগিতা।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাবুল ফকির মাথায় হাত দিয়ে বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে।  কীভাবে আমরা এখন বাঁচমু। আর কীভাবে ঋণ পরিশোধ করমু।  আসা ছিল পরিবার নিয়ে সুখে দিন কাটামু তা আর হল না।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘ফসল তলিয়ে গেছে বলে আমরা শুনেছি।  তবে যাতে করে তারা সহযোগিতা পায় তার ব্যবস্থা করা হবে।’ 

গোনিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা