ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের শেষের ধাক্কায় নাজেহাল শ্রীলঙ্কা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৫:৩২ পিএম আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৭, ১১:৩২ এএম
ভারতের শেষের ধাক্কায় নাজেহাল শ্রীলঙ্কা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারতকে ২১৬ রানের টার্গেট দিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।  বাংলাদেশ সময় দুপুর ১২টায় বিশাখাপত্তমে নামে দুই দল। অলিখিত ফাইনাল ম্যাচটিতে টস জিতে অতিথিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

আমন্ত্রণ পেয়ে শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে নামেন দানুশকা গুনাথিলকা ও থারাঙ্গা। ম্যাচটিতে শুরুটা বেশ ভালো হয়নি সফরকারীদের। দলীয় ১৫ রানের মাথায় গুনাথিলকার বিদায়ে ধাক্কা খেতে হয় সফরকারীদের।  তবে এরপরই সাদী সমরবিক্রমকে নিয়ে ঘুরে দাঁড়ান থারাঙ্গা।  দু’জনে গড়েন ১২১ রানের পার্টনারশীপ। 

এরপর  ১৬০ রানের মাথায় এক বুক কষ্ট নিয়ে ৯৫ রানে সাজঘরে ফেরেন উপুল থারাঙ্গা। মূলত তার ফিরে যাওয়ার পরই বড় ধরনের সমস্যায় পড়ে দলটি।  একের পর এক ধাক্কা দিতে পারেন চাহালে ও কুলদ্বীপরা।  ১৬০ থেকে ২১৫ রানের মধ্যে অর্থাৎ ৫৫ রানেই বাকি ৮ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। 

ম্যাচটিতে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন থারাঙ্গা। এছাড়া সাদী সমর বিক্রম খেলেন ৪২ রানে ইনিংস। মূলত প্রথমদিকে থারাঙ্গার ব্যাটিং দেখেই অনেকে ভেবেছিল হয়তো আজ ভারতের বিপক্ষে বড় সংগ্রহ করতে যাচ্ছে সফরকারীরা। কিন্তু তা আর হলো কই? শেষের ধাক্কা নাজেহাল হয়ে হালকা ধরনের স্কোর করেই সন্তুষ্ট থাকতে হয়  ম্যাথিউস-থারাঙ্গাদের।

এদিকে ভারতের হয়ে চাহালে ও কুলদ্বীপ তিনটি করে উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে পাণ্ডিয়া দুটি, ভুমরা-বিনয় কুমার একটি করে উইকেট সংগ্রহ করেন।

প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে লড়ছে ভারত-শ্রীলঙ্কা।  এরআগে ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটি ফাইনালে রূপ নিয়েছে। অর্থাৎ যে পক্ষ জিতে তাদের  শিরোপা।  আজকের ম্যাচটিতে  জিততে পারলে ইতিহাস গড়বে সফরকারীরা। কারণ তারা এখন পর্যন্ত ভারতের মাটিতে কোন সিরিজ জিততে পারেনি।
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ