ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘ভারতের মতোই শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৭, ০৫:৩০ পিএম আপডেট: জুন ২৩, ২০১৭, ১১:৩০ এএম
‘ভারতের মতোই শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ’

গত দুই বছর ধরে তিন ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। ওয়ানডে-টি২০ মতো টেস্টেও সমান তালে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে তামিমরা। এছাড়া ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্টে পরাজিত করেছে মুশফিকুর রহিমের দল।

সম্প্রতি বিদেশের মাটিতেও টেস্টে সাফল্য পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে খেলা নিজেদের শততম টেস্ট ম্যাচে লঙ্কানদের ৪৫ রানে পরাজিত করেছে মুশফিক বাহিনী। নিজেদের দিনে যে কোনো দলকেই এখন হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ।

আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ সিরিজ খেলতে ১৮ আগস্ট ঢাকায় পা রাখার কথা অজিদের। তার আগে মুশফিক-সাকিব-তামিমদের সমীহ করছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খাজা। জানালেন, ঘরের মাঠে ভারতের মতোই শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ।

বাংলাদেশকে সমীহ করে উসমান খাজা বলেন, ‘তাদের (বাংলাদেশ) উইকেট ভারতের মতোই। ঘরের মাঠে বাংলাদেশ দুর্দান্ত খেলছে। সিরিজটা চ্যালেঞ্জিং হবে। আমি কখনো বাংলাদেশে খেলিনি। যতদূর জানি, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। সেখানকার কন্ডিশন আমাদের জন্য কঠিন হবে। কেননা অস্ট্রেলিয়ার ভিন্ন অভিজ্ঞতা হবে বাংলাদেশ সফরে।’

বাংলাদেশকে অনেকেই হালকাভাবে নেয়। পরবর্তীতে মাশুল দিতে হয়। তাই টাইগারদের হালকাভাবে নিতে নারাজ উসমান। বলেন, ‘মানুষ ভাবেন বাংলাদেশকে সহজে হারানো যায়। এটা শুধুই বাংলাদেশ। আসলে ব্যাপারটা তেমন নয়। ঘরের মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল বাংলাদেশ। আশা করছি, আসন্ন সিরিজে জমজমাট লড়াই হবে।’
গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ