ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে আড়াই দিনও টিকতে পারেনি শ্রীলঙ্কা


গো নিউজ২৪ প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৭, ০৫:১৫ পিএম আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১১:১৫ এএম
ভারতের বিপক্ষে আড়াই দিনও টিকতে পারেনি শ্রীলঙ্কা

পাল্লেকেলে সফরকারী ভারতের বিপক্ষে শেষ টেস্টে মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল লঙ্কানরা।  তৃতীয় ও শেষ টেস্ট ইনিংস ও ১৭১ রানে জিতে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত।

আর ভারত দেশের বাইরে তিন বা এর বেশি ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল। পাশাপাশি তারা শ্রীলঙ্কায় টানা পাঁচটি টেস্ট জিতল। পাঁচটিই বিরাট কোহলির নেতৃত্বে। ২০১৫ সালে গল টেস্টে হারের পর শ্রীলঙ্কায় আর কোনো টেস্ট ড্র কিংবা হারেনি ভারতীয়রা।

এ ছাড়া দেশের বাইরে কোনো সিরিজে ভারতের তিন টেস্ট জয়ের মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯৬৭-৬৮ মৌসুমে নিউজিল্যান্ড সফরে ভারত সিরিজ জিতেছিল ৩-১ ব্যবধানে।

প্রথম ইনিংসে ভারতের ৪৮৭ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ১৩৫ রানে। টানা দ্বিতীয় টেস্টে ফলোঅনে পড়ে আজ তৃতীয় দিন চা বিরতির আগেই শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১৮১ রানে।

ফলোঅনে পড়ে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১ উইকেটে ১৯ রান। দিমুথ করুনারত্নে ১২ ও মিলিন্ডা পুষ্পকুমারা শূন্য রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিলেন।

দিনের মাত্র তৃতীয় ওভারেই করুনারত্নেকে (১৬) অজিঙ্কা রাহানের ক্যাচ বানিয়ে বিদায় করেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একটু পর পুষ্পকুমারাকে ফেরান পেসার মোহাম্মদ শামি। শ্রীলঙ্কার সংগ্রহ তখন ৪ উইকেটে ৩৯!

লাঞ্চের আগে আর কোনো বিপদ হতে দেননি দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুস। লাঞ্চের পর দুজন দলের সংগ্রহটা একশ পার করেছিলেন। এরপরই চান্দিমালকে (৩৬) ফেরান চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। খানিক বাদেই ম্যাথুস (৩৬) ফিরেছেন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে।

এরপর নিরোশান ডিকভেলার ৪১ ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। তাতে প্রথমবারের মতো টানা দুই টেস্টে ইনিংস হারের লজ্জায় ডোবে শ্রীলঙ্কা।

দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। উমেশ যাদব ২টি ও কুলদীপ নিয়েছেন একটি উইকেট। প্রথম ইনিংসে ৮৬ বলে সেঞ্চুরি করা হার্দিক পান্ডিয়া হয়েছেন ম্যাচসেরা।

সংক্ষিপ্ত স্কোর: 

ভারত প্রথম ইনিংস: ৪৮৭ (ধাওয়ান ১১৯, পান্ডিয়া ১০৮, রাহুল ৮৫; সান্দাকান ৫/১৩৫)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৩৫ (চান্দিমাল ৪৮; কুলদীপ ৪/৪০) ও দ্বিতীয় ইনিংস: (ফলোঅন) ১৮১ (ডিকভেলা ৪১; অশ্বিন ৪/৬৮, শামি ৩/৩২) 

ফল: ভারত ইনিংস ও ১৭১ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ভারত ৩-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: হার্দিক পান্ডিয়া

ম্যান অব দ্য সিরিজ: শিখর ধাওয়ান। 
গো নিউজ২৪/এআর

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে