ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের এই তারকা ক্রিকেটাররা খেলতে পারেন পাকিস্তানের মাটিতে


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০১৭, ০৮:১২ এএম
ভারতের এই তারকা ক্রিকেটাররা খেলতে পারেন পাকিস্তানের মাটিতে

দীর্ঘ ৯ বছর পর আবার ভারতীয় ক্রিকেটাররা খেলতে পারেন পাকিস্তানের মাটিতে। কিন্ত দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন না তাঁরা।

শেষবার ২০০৮ সালে এশিয়া কাপের ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছিল তাদের দেশের মাটিতে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ৯ বছর। রাজনৈতিক টানাপোড়েন ও সীমান্তে উত্তেজনার কারণেই এতটা সময় পাকিস্তানের মাটিতে খেলেননি কোনও ভারতীয় ক্রিকেটার। সাম্প্রতিক অতীতেও বেশ কয়েকবার শোনা গিয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলা হবে। এমনকী, তা নিয়ে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ‘মৌ’ চুক্তিও সাক্ষরিত হয়। তবে বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণেই সেই প্রস্তাবিত সিরিজ আর হয়ে ওঠেনি।

তবে এক সর্ব‌ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এইবার ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানের মাটিতে খেলার এক সম্ভাবনা তৈরি হয়েছে। সৌজন্যে আইসিসি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-এর তরফে জানানো হয়েছে, এ বছরের শেষে লাহোরে বিশ্ব একাদশ এবং পাকিস্তান একাদশের মধ্যে একটি টি-২০ ম্যাচের আয়োজন করতে পারে তারা। পাকিস্তান একাদশে খেলবেন শুধু পাক ক্রিকেটাররাই। তবে বিশ্ব একাদশ তৈরি বিশ্বের সব দলের সদস্যদের নিয়ে। তাই মনে করা হচ্ছে, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনির মতো তারকা ক্রিকেটাররাও থাকতে পারেন সেই দলে।

জানা গিয়েছে, বিশ্ব একাদশ এবং পাকিস্তান একাদশের মধ্যে তিনটি টি-২০ ম্যাচ খেলানো হবে। আইসিসির আশা, বিশ্বের সব নামী ক্রিকেটারই এই আবেদনে সাড়া দেবেন। গত সপ্তাহে লন্ডনে বোর্ড মিটিংয়ের পরে আইসিসির তরফে জানানো হয়, ‘পাকিস্তানের মাটিতে ফের আর্ন্তজাতিক ম্যাচ শুরু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। লাহোরে বিশ্ব একাদশ এবং পাকিস্তান একাদশের মধ্যে তিনটি টি-২০ ম্যাচ আয়োজন করার চেষ্টা করা হচ্ছে।’ ওয়াকিবহাল মহল মনে করছে, এই তিনটি ম্যাচ সফলভাবে আয়োজন করতে পারলে, পাকিস্তানে ফের আর্ন্তজাতিক ম্যাচ আয়োজন করা দ্রুত সম্ভব হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসের উপর জঙ্গি হামলা হওয়ার পর থেকেই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ বন্ধ হয়ে যায়। বিশ্বের কোনও দলই এরপর থেকে পাক সফরে যায়নি। বিভিন্ন টুর্নামেন্টে পাকিস্তানকে তাদের হোম ম্যাচ খেলতে হয়েছে দেশের বাইরে গিয়ে। এবার আইসিসির এই নয়া উদ্যোগ এ সমস্যা মেটে কি না, তা অবশ্য সময়ই বলবে।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ