ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় দলের এই ক্রিকেটারের জন্যই ‘মাথায় বাজ’ পড়ার অবস্থা কোহলির


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০১৭, ০৭:৪৮ এএম
ভারতীয় দলের এই ক্রিকেটারের জন্যই ‘মাথায় বাজ’ পড়ার অবস্থা কোহলির

বিরাট কোহলি এখন প্রবল চাপে। অনিল কুম্বলের সঙ্গে তাঁর ঝামেলার কথা এখন সবাই জানেন। তার মধ্যেই এই ক্রিকেটার কোহলির রাতের ঘুম কেড়ে নিচ্ছেন।

অনিল কুম্বলে চাকরি ছেড়ে দেওয়ায় প্রবল চাপে বিরাট কোহলি। সবাই তাঁকেই দুষেছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও কোহলিকে সতর্ক করেছে। এ তো গেল মাঠের বাইরের ঘটনা। মাঠের ভিতরের ঘটনাতেও প্রবল চাপে ভারত অধিনায়ক। নিজে রান পেলেও সতীর্থ এখ সিনিয়র ক্রিকেটারের ফর্ম কোহলিকে চিন্তায় ফেলে দিয়েছে।

তিনি যুবরাজ সিং। ভারতের সিনিয়র ক্রিকেটার। অতীতে বহু ম্যাচ একার হাতে জিতিয়েছেন যুবি। ২০০৭-এ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছ’টি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে পঞ্জাবতনয়ের ব্যাট ঝলসে উঠেছিল। সেই যুবির ব্যাট এখন কথা বলছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ভারতীয় দল এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। স্যার ভিভ, ক্লাইভ লয়েডের দেশে গিয়েও রানের ‘গলি’ খুঁজে পাচ্ছেন না তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির অব্যবহিত পরেই ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় ভারতের দুই সিনিয়র ক্রিকেটার যুবরাজ ও মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন। আর কতদিন খেলবেন বাঁ হাতি যুবরাজ ও ধোনি। এই প্রশ্ন এখন অনেকেরই মনে ঘোরাফেরা করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে পঞ্চাশ করেছিলেন। তার পরে কিন্তু যুবি রান পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩ এবং ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মোক্ষম সময়ে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় যুবরাজকে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও যুবির খারাপ ফর্ম অব্যাহত।

প্রথম একদিনের ম্যাচে মাত্র ৪ রান করেছিলেন। রবিবার ছিল দ্বিতীয় ওয়ানডে। সেখানেও যুবরাজের ব্যাট নিষ্প্রভ থাকে। মাত্র ১৪ রান করেন পঞ্জাবতনয়। শোনা যায়, কোহলিই নির্বাচকদের কাছে যুবরাজের হয়ে সওয়াল করেছিলেন। সেই যুবরাজ রান না পাওয়া মানে তো অধিনায়কেরও মুখ পোড়া। বাইরে বসে রয়েছেন তরুণ ক্রিকেটাররা। তাঁরাও জাতীয় দলে ঢোকার অপেক্ষায়। অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, যুবরাজের আর কিছু দেওয়ার নেই এখন। অযথা জায়গা দখল করে রয়েছেন তিনি। বিশ্বকাপের দিকে তাকিয়ে এখন থেকেই চিন্তাভাবনা করা উচিত কোহলির। সেই জায়গায় যুবিকে নামিয়ে কোহলির সিদ্ধান্তই কিন্তু প্রশ্নের মুখে। কোহলি এখন কী করবেন, সেটাই দেখার।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ