ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ওয়ার্নার


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৮:২২ পিএম
ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ওয়ার্নার

টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগে ভারত-অস্ট্রেলিয়া, দুই শিবিরেই যুদ্ধের ঘণ্টা বেজে গেল। ডেভিড ওয়ার্নার হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অনেক পরিণত ক্রিকেটার হিসাবে তিনি এবারের ভারত সফরে এসেছেন।

আজিঙ্কা রাহানে আবার জানিয়ে রাখলেন, অস্ট্রেলিয়ার প্রত্যেক ক্রিকেটারের জন্য তাঁদের পরিকল্পনা তৈরি।

সোমবার অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে ওয়ার্নার বলেছেন, ‘অতীতে ভারত সফরে অনেক শিশুসুলভ ভুল করেছি। এবার আর সেগুলো করতে চাই না। ক্রিকেটার হিসাবে আমি এখন অনেক পরিণত। এবারের সফরে পরিণত ওয়ার্নারকে দেখা যাবে।’

অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের সতর্কবার্তা নিয়ে ভারতীয় শিবির যে চিন্তিত নয়, তার প্রতিফলন ধরা পড়েছে আজিঙ্কা রাহানের কথায়। ভারতীয় ক্রিকেটারেরা সোমবার পুণেতে জোরকদমে প্রস্তুতি চালালেন।

সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের অন্যতম প্রধান ক্রিকেটার রাহানে বলে গেলেন, ‘আমরা জানি না ওরা স্লেজিং করবে কি না। তবে ওদের দলের প্রত্যেকের জন্য আমাদের পরিকল্পনা তৈরি। প্রকাশ্যে আলোচনা করতে চাই না। তবে দক্ষতা হোক বা স্লেজিং সব দিক থেকেই আমাদের কৌশল নির্ধারণ করা রয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাবে সেটা জানি। তবে মাঠে সব দিক থেকেই ওদের শাসন করতে চাই আমরা।’

বিরাট কোহলির নেতৃত্বে ভারত যে আক্রমণাত্মক ও আগ্রাসী ক্রিকেটের রাস্তাতেই এগোবে, স্পষ্ট করে দিয়েছেন রাহানে। বলেছেন, ‘আমাদের লক্ষ্য ইতিবাচক ক্রিকেট খেলা। শুধু স্পিনারদের বিরুদ্ধে নয়, সমস্ত বোলারদের সামনেই আক্রমণাত্মক থাকতে চাই।’ 

প্রস্তুতি ম্যাচে স্টিভ স্মিথদের রান পাওয়াকেও গুরুত্ব দিতে নারাজ তিনি। রাহানে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচ ও টেস্ট ম্যাচ সম্পূর্ণ আলাদা। আমরা পরিস্থিতি অনুযায়ী খেলব।’

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ