ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারত সফরে ​​​​​​​অস্ট্রেলিয়ার চমক


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৭, ০৭:২৬ পিএম
ভারত সফরে ​​​​​​​অস্ট্রেলিয়ার চমক

স্পিন অস্ত্র দিয়েই ভারতে জয়ের পরিকল্পনা করছে টিম অস্ট্রেলিয়া। আগামী মাসেই ভারতে আসছে স্মিথরা। ভারত সফরের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। স্পিন বিভাগ শক্তিশালী করেই কোহলিদের মাত করতে চাইছে স্টিভ স্মিথ অ্যান্ড কোম্পানি।

ভারত সফরে অস্ট্রেলিয়ার চমক মিচেল সোয়েপসন। ভারতের মাটিতেই অভিষেক হতে যাচ্ছে তার। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে যাকে ইতিমধ্যেই বলা হচ্ছে বিস্ময় স্পিনার। যিনি প্রথমবার কুইন্সল্যান্ডের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেই ঝড় তুলে দিয়েছেন। ২৩ বছরের স্পিনার গত মরশুমেই শেফিল্ড শিল্ডে ৬ ম্যাচে ৩৭.৯৪ গড়ে ১৭ উইকেট তুলে নিয়েছেন।

বিস্ময় স্পিনার কী ভেলকি দেখাবেন পূর্বসূরীর মত?

তারপরেই অস্ট্রেলিয়া-এ দলের হয়ে ডাক পান তিনি। ভারত-এ ও দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে কুইন্সল্যান্ডের পেস সহায়ক পিচে তিনটে ম্যাচেই ১৪ উইকেট দখল করেছিলেন। লেগস্পিনার সোয়েপসনকে বলা হচ্ছে নতুন ওয়ার্ন। এজন্যই আসন্ন ভারত সফরে নাথান লিঁয়োন, অ্যাস্টন অ্যাগার, স্টিভ ও’কিফদের সঙ্গে চতুর্থ স্পিনার হিসাবে স্কোয়াডে নেওয়া হয়েছে তাঁকে। নির্বাচক প্রধান ট্রেভর হন্স তো বলেই দিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সঠিক পরিকল্পনার ফসল সোয়েপসন। ঘরোয়া ক্রিকেটে গত মরশুম দারুণ কেটেছে ওর। এখন দেখার ভারতের মত দেশে পরিবেশ, পরিস্থিতির অনূকূল হলে ও কতটা সফল হতে পারে।’

চার স্পিনারের পাশাপাশি তিন পেসার, একজন উইকেটরক্ষক এবং ছয় স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে কোহলিদের মোকাবিলা করতে আসছে অজিরা। ভারতে আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকা গ্লেন ম্যাক্সওয়েলকেও টেস্ট স্কোয়াডে ফেরানো হয়েছে।

অস্ট্রেলিয়া দল : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, জ্যাকসন বার্ড, নাথান লিয়ন, স্টিভ ও’কিফ, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড (উইকেটকিপার)।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ